আশুলিয়ায় ঝুট ব্যবসায়ীকে গুলি
সাভারের আশুলিয়ায় আজাদ (৩১) নামে এক ঝুট ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে আশুলিয়ার ছয়তলা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, আজাদ জামগড়া এলাকার বাসিন্দা ও ঝুট ব্যবসার সঙ্গে জড়িত। কারা তাকে গুলি করেছে তা এখনো নিশ্চিত নয়, তবে ব্যবসায়িক আধিপত্য নিয়ে হামলার আশঙ্কা করা হচ্ছে।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, দুপুরে নিজ ঝুটের গোডাউনে যাওয়ার পর দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তার পেটে গুলি লেগেছে এবং তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।
আরও পড়ুনআশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








