ভিডিও সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৬, ১২:০৬ দুপুর

ফিলিপাইনে ফেরিডুবিতে নিহত অন্তত ১৫, নিখোঁজ ৪৩ জন

ফিলিপাইনে ফেরিডুবিতে নিহত অন্তত ১৫, নিখোঁজ ৪৩ জন, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে সাড়ে তিনশো জনেরও বেশি যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৪৩ জন।

সোমবার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় মধ্যরাতে এ ঘটনা ঘটে। ‘ত্রিশা কেরস্টিন ৩’ নামের ফেরিটি বাসিলানের জাম্বোয়াঙ্গা শহর থেকে পার্শ্ববর্তী মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছিল।

এএফপির প্রতিবেদন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। কোস্ট গার্ড জানিয়েছে, জাহাজটিতে নথিবদ্ধ ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রু ছিলেন। মধ্যরাতের পর সম্ভবত যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে ফেরিটি। যাত্রার শুরুর কিছুক্ষণের মধ্যেই ফেরিটি ডুবে যায়।

দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলের মুখপাত্র রোনালিন পেরেজ বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১৩৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছি। তাদের মধ্যে ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

আরও পড়ুন

অনুসন্ধান ও উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে মাছ ধরার নৌকা, নৌ বাহিনীর জাহাজ, নজরদারি বিমান, হেলিকপ্টার।

উল্লেখ্য, সাড়ে ১১ কোটি জনসংখ্যা ও অসংখ্য দ্বীপ অধ্যুষিত ফিলিপাইনে ফেরি দুর্ঘটনা বিরল ব্যাপার নয়। এর আগে ২০২৩ সালে দক্ষিণ ফিলিপাইনে একটি ফেরিতে আগুন লেগে ৩০ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিপাইনে ফেরিডুবিতে নিহত অন্তত ১৫, নিখোঁজ ৪৩ জন

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি

কেন্দ্রীয় মাঠে খেলতে যাওয়া কিশোর-তরু দের ইস্যুতে যা জানালেন ডাকসুর সর্বমিত্র

ইসরাইলি মন্ত্রীর গাজা দখলের আহ্বান 

আজ লক্ষ্মীপুর রামগঞ্জে যাচ্ছেন এনসিপির নাহিদ ও আসিফ

ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থীর ওপর হামলার অভিযোগ