ভিডিও রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৪:২৪ দুপুর

চুক্তি ছাড়াই শেষ হলো ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠক

চুক্তি ছাড়াই শেষ হলো ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠক, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে ইউক্রেন-রাশিয়ার দ্বিতীয় দফার আলোচনা শেষ হয়েছে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে হওয়া প্রথম এই ত্রিপক্ষীয় বৈঠকে কোনো চুক্তি হয়নি। তবে উভয়পক্ষই আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছে এবং নতুন বৈঠকের সম্ভাবনার কথা বলেছে। 

শুক্রবার ও শনিবার (২৩ ও ২৪ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয় তিন পক্ষের শান্তি আলোচনা। রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে মুখোমুখি কথা হয়েছে বলে জানায় সংযুক্ত আরব আমিরাত। দেশটির সরকারের একজন মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তি কাঠামোর মূল উপাদানগুলো বৈঠকে প্রাধান্য পেয়েছে। পরিবেশ ছিল ইতিবাচক ও গঠনমূলক। তবে, কেন্দ্রবিন্দু ছিল যুদ্ধ শেষ করার সম্ভাব্য শর্ত, দনবাসের বিতর্কিত অঞ্চলগুলোর ভবিষ্যৎ এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় যুদ্ধবিরতির সম্ভাবনা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনাকে ‘গঠনমূলক’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করার জন্য কিছু ‘সম্ভাব্য কাঠামো’ প্রস্তাব করেছে। এর মধ্যে রয়েছে যুদ্ধ শেষ করার শর্ত এবং সেই প্রক্রিয়ায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা। এছাড়াও, দুই পক্ষ প্রস্তুত থাকলে আগামী সপ্তাহেই আরেকটি বৈঠকের সম্ভাবনার কথা জানান তিনি। ইউক্রেন আলোচনায় এগোতে প্রস্তুত বলেও উল্লেখ করেন।

আরও পড়ুন

 একই সুরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোও ভবিষ্যৎ আলোচনায় অংশ নিতে রাজি। আলোচনার আগে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চার ঘণ্টার বৈঠক করেন মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। একজন মার্কিন কর্মকর্তা বলেন, বৈঠকটি  ‘খুবই ফলপ্রসূ’ ছিল এবং যুদ্ধ শেষ করার পথে যেসব রাস্তা এখনো খোলা রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে আবুধাবির দু’দিনের আলোচনার শেষে কোনো চুক্তির ঘোষণা আসেনি। খবর :রয়টার্স। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তি ছাড়াই শেষ হলো ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠক

আইসিসি’র সিদ্ধান্ত মেনে নিলো বিসিবি

গাজায় দুই শিশুসহ তিন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

আগামী ২৮ জানুয়ারি বগুড়ায় আসছেন তারেক রহমান

‘আমরাও আপনার মতো ঝামেলাহীন এনআইডি পেতে চাই’- তারেক রহমানকে এক শিক্ষার্থী

বিসিবি’র স্বপদে ফিরলেন পরিচালক নাজমুল