ভিডিও রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৪:১৬ দুপুর

গাজায় দুই শিশুসহ তিন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

গাজায় দুই শিশুসহ তিন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় দুই শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ড্রোন হামলা ও গুলিবর্ষণের এসব ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা। 

বার্তাসংস্থা আনাদোলুকে এক চিকিৎসা সূত্র জানায়, বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের কাছে আল-জাওয়ারা পরিবারের দুই কিশোর ১৪ বছর বয়সী সালমান জাকারিয়া ও ১৫ বছর বয়সী মোহাম্মদ ইউসুফ ইসরায়েলি বোমার বিস্ফোরণে নিহত হন। তারা বেইত লাহিয়া এলাকার বাসিন্দা ছিলেন। প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানান, চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলি সেনারা যে এলাকা থেকে সরে গিয়েছিল, সেই এলাকাতেই ইসরায়েলি ড্রোন হামলায় ওই দুই কিশোর প্রাণ হারায়।

এর আগে উত্তর গাজার জাবালিয়া শহরের ওল্ড গাজা স্ট্রিটে ইসরায়েলি হামলায় কয়েকজন ফিলিস্তিনি আহত হন বলে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা বিভাগের এক সূত্র আনাদোলুকে জানিয়েছে। এই এলাকাটিও চুক্তির আওতায় ইসরায়েলি সেনারা ছেড়ে দিয়েছিল। অন্য এক ঘটনায় উত্তর গাজার বেইত লাহিয়ার আল-সালাতিন এলাকায় ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি আহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। এদিকে খান ইউনিসের দক্ষিণে কিজান আল-নাজ্জার এলাকায় ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রগুলো জানিয়েছে। 

আরও পড়ুন

এছাড়া শনিবার সকালে দক্ষিণ গাজার মধ্যাঞ্চলীয় খান ইউনিসে ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি ব্যক্তির মাথায় আঘাত লাগে বলে একটি চিকিৎসা সূত্র জানায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের কেন্দ্রস্থলে জাসের বিল্ডিং মোড়ে একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন থেকে গুলি চালানোর পর এই ঘটনা ঘটে। খবর : আনাদোলু

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় দুই শিশুসহ তিন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

আগামী ২৮ জানুয়ারি বগুড়ায় আসছেন তারেক রহমান

‘আমরাও আপনার মতো ঝামেলাহীন এনআইডি পেতে চাই’- তারেক রহমানকে এক শিক্ষার্থী

বিসিবি’র স্বপদে ফিরলেন পরিচালক নাজমুল

তারেক রহমান সঠিকভাবে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে পারবেন : মির্জা ফখরুল

ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের পথে যুক্তরাষ্ট্র