ভিডিও রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৫ জানুয়ারী, ২০২৬, ১০:১৭ রাত

বগুড়ায় ৯৮৩ ভোটকেন্দ্রে ভোট দিবেন ২৯ লক্ষাধিক ভোটার, থাকছে নিশ্ছিন্দ্র নিরাপত্তা

বগুড়ায় ৯৮৩ ভোটকেন্দ্রে ভোট দিবেন ২৯ লক্ষাধিক ভোটার, থাকছে নিশ্ছিন্দ্র নিরাপত্তা

স্টাফ রিপোর্টার : আর মাত্র ১৭ দিন পরই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবার নির্বাচনে বগুড়ায় ৭টি সংসদীয় আসনে ৯৮৩ ভোটকেন্দ্রে ৫ হাজার ৪৭৮ কক্ষে ভোট দিবেন ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন ভোটার। আগামি ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৯৮৩ ভোটকেন্দ্রের মধ্যে ১৯০টি কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ (অধিক ঝুঁকিপূর্ণ) বলে বিবেচনায় নিয়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয়া হচ্ছে। সেইসাথে আরও ৩১০টি গুরুত্বপূর্ণ ও  ৪৮৩টি সাধারণ কেন্দ্রেও থাকছে নিশ্ছিন্দ্র নিরাপত্তার ব্যবস্থা।

বগুড়া জেলা পুলিশ সূত্র জানায়,অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে তিনজন,গুরুত্বপূর্ণ কেন্দ্রে দুইজন ও সাধারণ কেন্দ্রে একজন করে পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে। সেইসাথে প্রতিটি কেন্দ্রে ১৫ থেকে ১৭ জন করে আনসার সদস্যও নিরাপত্তার দায়িত্বে থাকবেন।  এছাড়াও আরো দায়িত্ব পালন করবেন সেনা, র‌্যাব ও বিজিবি সদস্যরাও।

পুলিশ বলছে, ভোটকেন্দ্রে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা হলে বডি-ওয়্যার্ন-ক্যামেরাও সিসি ক্যামেরার সহায়তা নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বগুড়ার সাতটি আসনে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ১৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৮০ হাজার ৮৭১ জন এবং নারী ভোটার ১৫ লাখ এক হাজার ২৭ জন এবং হিজড়া ভোটার ৪২ জন। পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার বেশি রয়েছেন ২০ হাজার ১৫৬ জন।

বগুড়া জেলা পুলিশ সুপার মো: শাহ্দাাত হোসেন বলেন, ভোটকেন্দ্রগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এবং সে অনুযায়ী পুলিশ সদস্যরা মোতায়েন থাকবেন। নিরাপত্তার জন্য পুলিশ ছাড়াও সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন।

আরও পড়ুন

জেলা পুলিশের গোয়েন্দা সূত্র জানায়, নিরাপত্তা বিবেচনায় কেন্দ্রগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ১৯০টি কেন্দ্র (অতি গুরুত্বপূর্ণ) ৩১০টি গুরত্বপূর্ণ এবং ৪৮৩টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম বলেন, গুরত্বপুূর্ণ ভোট কেন্দ্রগুলোতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। অধিক গুরত্বপূর্ণ ও  গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সেনাসদস্য, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরাও সক্রিয় থাকবে। প্রয়োজনে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ভ্রাম্যমাণ টিম পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৯৮৩ ভোটকেন্দ্রে ভোট দিবেন ২৯ লক্ষাধিক ভোটার, থাকছে নিশ্ছিন্দ্র নিরাপত্তা

ইতিহাসের সব রেকর্ড ভাঙল সোনার দাম

নির্বাচিত সরকারের সময় বগুড়া বিমান বন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজ এগিয়ে নেওয়া সম্ভব : বগুড়ায় বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন

মেহেরপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

ঢামেকে নতুন ভবন থেকে লাফিয়ে রোগীর 'আত্মহত্যা'

গাইবান্ধা-৫ আসনে গণভোট নিয়ে ফুলছড়ির চরাঞ্চলে নেই সচেতনতা