ভিডিও রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৫ জানুয়ারী, ২০২৬, ১০:০৪ রাত

নির্বাচিত সরকারের সময় বগুড়া বিমান বন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজ এগিয়ে নেওয়া সম্ভব : বগুড়ায় বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন

নির্বাচিত সরকারের সময় বগুড়া বিমান বন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজ এগিয়ে নেওয়া সম্ভব : বগুড়ায় বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বগুড়া বিমান বন্দরে যাত্রীবাহী বিমান চলাচলের জন্য বিদ্যমান রানওয়েকে আরও ৩ হাজার ফুট সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা জানিয়ে বলেছেন, নানা সীমাবদ্ধতার কারণে বর্তমানে এটি করা সম্ভব না হলেও আগামীতে নির্বাচিত সরকারের সময় প্রকল্পটিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। আজ রোববার (২৫ জানুয়ারি) বগুড়ায় ৬৬তম ফ্লাইং ইন্সট্রাক্টর কোর্সের সনদপত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।

বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন বগুড়াকে ভূরাজনৈতিক কারণে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান আখ্যায়িত করে বলেন, এ জেলায় একটি বিমান ঘাঁটি নির্মাণ করা দরকার। বিমান ঘাঁটি হলে এখানে যুদ্ধ বিমান আনা সম্ভব হবে। তিনি বগুড়ায় শীঘ্রই ইউএভি বা মনুষ্যবিহীন আকাশ যানের প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু করার কথা জানিয়ে বলেন, দেশি এবং বিদেশী প্রযুক্তির সমন্বয়ে বগুড়ায় ইউএভি তৈরি করা হবে এবং যাদের প্রয়োজন তাদেরকে চাহিদা অনুযায়ী  সরবরাহও করা সম্ভব হবে।

আরও পড়ুন

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, তারা উড্ডয়ন প্রশিক্ষকের মত একটি সম্মানিত দলের অন্তর্ভুক্ত হলেন যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতার সাথে গড়ে তুলতে সহায়তা করবে। এই প্রশিক্ষণে বাংলাদেশ বিমান বাহিনীর ১৪ জন এবং নৌবাহিনীর ১জন ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের সনদ গ্রহণ করেন। তাদের মধ্যে স্কোয়াড্রন লীডার ধ্রুব সরকার চৌকশ প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে ‘মফিজ ট্রফি’ অর্জন করেন।

ফ্লাইং ইন্সট্রাক্টর স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মুহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় সনদ বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারি বিমান বাহিনী প্রধান জাভেদ তানভীর খান, বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়াসহ সশস্ত্র বাহিনীর উর্ধতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় উর্ধতন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের সব রেকর্ড ভাঙল সোনার দাম

নির্বাচিত সরকারের সময় বগুড়া বিমান বন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজ এগিয়ে নেওয়া সম্ভব : বগুড়ায় বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন

মেহেরপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

ঢামেকে নতুন ভবন থেকে লাফিয়ে রোগীর 'আত্মহত্যা'

গাইবান্ধা-৫ আসনে গণভোট নিয়ে ফুলছড়ির চরাঞ্চলে নেই সচেতনতা

প্রচারণার সময় যেসব চ্যালেঞ্জ দেখছেন তাসনিম জারা