পাবনার সাঁথিয়ায় মামলা করায় বাদির ভাইকে হুমকি দেওয়ার অভিযোগ
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: সাঁথিয়ায় জমির সীমানায় খুঁটি পোঁতায় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় মামলা করায় বাদির ছোটভাইকে মারপিট করে মামলা তুলে নেওয়ার হুমকি দেয়ার অভিযোগ করা হয়েছে। ৬ শান্তি রক্ষার্থে ভুক্তভোগী পরিবারের থানায় সাধারণ ডায়েরি করেছে।
গত শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উক্ত জমির সীমানা মাপার জন্য স্থানীয় আমিন দ্বারা মাপজোঁক করার পর আব্দুল মতিন সীমানায় খুঁটি পোঁতার সময় সিদ্দিক সরদারদের সাথে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সিদ্দিক সরদার গংরা মতিনকে বেধড়গক মারপিট করে গুরুতর আহত করে টাকা পয়সা ছিনিয়ে নেয়। এব্যাপারে মতিনের বড় ভাই আব্দুল বাতেন বাদি হয়ে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেছেন।
বাদি আব্দুল বাতেন জানান, গত ১৭ জানুয়ারি সকালে আমার ছোটভাই আবু সাইদ নাগডেমরা বাজারে গেলে উজ্জল হোসেনসহ কয়েকজন মিলে তাকে মারপিট করে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। এঘটনায় সাঁথিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
আরও পড়ুনপরে জানতে পারি একই ঘটনায় আসামি সিদ্দিক সরদারের স্ত্রী বাদি হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করে। এঘটনার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার সঠিক তদন্ত ও আমাদের শান্তি রক্ষার্থে জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
মন্তব্য করুন




_medium_1769356928.jpg)


