ভিডিও রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৩:২০ দুপুর

শ্রীপুরে যান্ত্রিক ত্রুটির কবলে মহুয়া এক্সপ্রেস, অপর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীপুরে যান্ত্রিক ত্রুটির কবলে মহুয়া এক্সপ্রেস, অপর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরের শ্রীপুরে যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে মহুয়া এক্সপ্রেস ট্রেন। এ ঘটনায় একাধিক ট্রেনের শিডিউল বিপর্যয়ের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ঢাকা-ময়মনসিংহ সড়কের অপর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আজ রোববার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর উপজেলার ইজ্জতপুর রেলস্টেশনের মাঝামাঝি বিন্দুবাড়ি এলাকায় পৌঁছলে চাকার সঙ্গে লাগানো একটি স্প্রিং খুলে যায়। এতে ট্রেনটি স্টেশনের প্রায় দুই কিলোমিটার আগে থেমে যায়।

জানা গেছে, ট্রেনটি স্টেশনে পৌঁছানোর আগেই থেমে গেলে কর্মীরা রেললাইনের পাশে খুলে যাওয়া স্প্রিংটি কুড়িয়ে আনেন। স্প্রিংয়ের সঙ্গে থাকা আরেকটি যন্ত্রাংশ স্থানীয় হামিদ মিয়া নামের এক ব্যক্তির বাড়ি থেকে জিআই তার এনে সাময়িকভাবে বেঁধে রাখা হয়। পরে প্রায় সোয়া এক ঘণ্টা ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকার পর নির্দেশনা পেয়ে অত্যন্ত মন্থর গতিতে ট্রেনটি শ্রীপুর রেলস্টেশনে নেওয়া হয়।

এ ঘটনায় মহুয়া এক্সপ্রেস নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি। পাশাপাশি এই ট্রেনটির কারণে ঢাকাগামী ভ্রম্যপুত্র এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়। সব মিলিয়ে অন্তত তিনটি ট্রেনের চলাচলে বিঘ্ন ঘটে।

আরও পড়ুন

এদিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে একাধিক ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটলেও যাত্রীভর্তি ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষায় পায়।

শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শামীম রহমান বলেন, ঘটনাটি জানতে পেরে ঊর্ধ্বতন কর্মকতাদের অবগত করা হয়েছেন। তবে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। এ ঘটনায় তিনটি ট্রেনের সময়সূচিতে বিঘ্ন ঘটেছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে যান্ত্রিক ত্রুটির কবলে মহুয়া এক্সপ্রেস, অপর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

ফ্যামিলি কার্ডের নামে বিএনপি আচরণবিধি লঙ্ঘন করছে : গোলাম পরওয়ার

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রশাসন বিএনপি’র দিকে ঝুঁকে আছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

যেকোন মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরবে বিএনপি সরকার : তারেক রহমান

চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে ১২ ফেব্রুয়ারি : নাহিদ