ভিডিও রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৬, ১১:৩০ রাত

কোন দল-মত-ধর্ম বুঝি না ধানের শীষে ভোট চাই : ডা. সাদিক

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধা-৩ আসনের ধানের শীষ প্রতীক প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক বলেছেন, ৪০ বছর আমার দলের মানুষ এবং এলাকার মানুষের জন্য ব্যয় করেছি। আমি কোন দল-মত, ধর্ম বুঝি না, সাদুল্লাপুর-পলাশবাড়ীবাসীর ১০০ ভাগ ভোট চাই। আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সাদুল্লাপুরে নির্বাচনি মিছিলের আগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে এলাকার সার্বিক উন্নয়নসহ সাধারণ নাগরিক সেবা অব্যাহত থাকবে। আমি নিজে চুরি করব না, অন্যকেও চুরি করতে দেব না। সবাই আমার পাশে থাকবেন বলে দৃঢ় বিশ্বাস।

এাসময় উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিএনপির রংপুর বিভাগ সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, জেলা তাঁতীদলের আহ্বায়ক আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন প্রমুখ।

আরও পড়ুন

শেষে একটি বিশাল মিছিল সাদুল্লাপুর হাইস্কুল মাঠ থেকে বের হয়ে  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও স্কুল মাঠে সমবেত হয়। এসময় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ জেলা-উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের বড়াইগ্রামে নির্বাচনি প্রচারণা অফিস স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষ

বগুড়ার কাহালুতে বিএনপি প্রার্থী মোশারফ হোসেনের নির্বাচনি প্রচারণা ও সমাবেশ

বগুড়ার কাহালুতে জামায়াত প্রার্থী ড. ফয়সালের নির্বাচনি প্রচারণা অনুষ্ঠিত

কোন দল-মত-ধর্ম বুঝি না ধানের শীষে ভোট চাই : ডা. সাদিক

আপনারা ভয় পাবেন না নিরাপত্তার ব্যবস্থা করব : ঠাকুরগাঁওয়ে নির্বাচনি প্রচারণায় মির্জা ফখরুল

নীলফামারীতে আগুনে ৬ পরিবারেরসর্বস্ব পুড়ে ছাই