দিনাজপুরের ঘোড়াঘাটে গণিত উৎসব অনুষ্ঠিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: ‘গণিতে নেই কোনো ভয়, গণিত দিয়েই হোক বিশ্বজয়’- প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গণিত উৎসব-২০২৬।
আজ শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আইরিশ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ও রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত গণিত উৎসবে উপজেলার কিন্ডারগার্টেন, মাদ্রাসাসহ সরকারি-বেসরকারি প্রায় অর্ধশতাধিক বিদ্যালয়ের প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের সাড়ে ৫শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
গণিত উৎসবে শিক্ষার্থীদের ৬টি গ্রুপে বিভক্ত করে প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে গণিতভিত্তিক প্রতিযোগিতা, কুইজ ও বুদ্ধিভিত্তিক কার্যক্রমের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, এ ধরণের গণিত উৎসব শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও বিশ্লেষণধর্মী চিন্তা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও অভিভাকদের চোখে মুখে ছিল উৎসবমুখর অভিব্যক্তি।
আরও পড়ুনপ্রতিযোগিতা শেষে ৬ টি গ্রুপ থেকে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করে মোট ১৮ জনকে প্রতিযোগিতার সনদ, বই ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওয়াকিল আহমেদ, রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতনের পরিচালক লায়ন রুহুল আমিন ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
মন্তব্য করুন





_medium_1769268991.jpg)

