ভিডিও শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৫ রাত

বগুড়ায় ছয়দিনে তিন উপদেষ্টা, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে জোর প্রচারণা

বগুড়ায় ছয়দিনে তিন উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে জোর প্রচারণা

স্টাফ রিপোর্টার: গণভোটের প্রচার চালাতে গত ছয়দিনে বগুড়া ঘুরে গেলেন তিন উপদেষ্টা। পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট কামনাও করেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। গত ১৯ জানুয়ারি আইন-বিচার, সংসদবিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বগুড়া সফর করেন।

তিনি তার সফরকালে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে এবং গণভোটে ‘হ্যাঁ’ তে ভোট দেওয়ার আহবান জানান। ২০ জানুয়ারি বগুড়ায় আসেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম বীর প্রতীক। তিনি বগুড়া সদরের ফাঁপোড় পশ্চিমপাড়ায় উঠান বৈঠক করেন। এই বৈঠকে তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে দেশ পরিচালনার চাবিকাঠি থাকবে জনগণের হাতে।

সর্বশেষ আজ শনিবার (২৪ জানুয়ারি) বগুড়ায় এসেছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এই উপদেষ্টা বলেন, গণভোটের মাধ্যমে দেশের জনগণ দিকনির্দেশনা দিতে পারবেন। যারা পরিবর্তনের পক্ষে তারা ‘হ্যাঁ’ ভোট দিবেন। বাংলাদেশের মালিকানা গণভোটের মাধ্যমে জনগণের হাতে আসবে।

আরও পড়ুন

এই তিন উপদেষ্টাই বগুড়া সফরকালে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বেশিরভাগ দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন সরকারি দপ্তরেও চলছে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতেও চলছে প্রচারণা। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে টাঙানো হয়েছে-ব্যানার, ফেস্টুন ও প্যানা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ছয়দিনে তিন উপদেষ্টা, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে জোর প্রচারণা

গাইবান্ধার সুন্দরগঞ্জে শত বছরের বাঁশশিল্প বিলুপ্তির পথে

যুক্তরাষ্ট্রে দুই বছরের শিশুকে আটক করে নিয়ে গেলেন আইসিই সদস্যরা

বগুড়াকে আধুনিক সিটিতে রূপান্তর করবো : নির্বাচনি জনসভায় আবিদুর রহমান

আমরা ফাইভস্টার হোটেল ভাড়া করে থিম সং লঞ্চ করতে পারিনি : আসিফ মাহমুদ

বগুড়া-৩ আসনে জমে উঠেছে প্রচার প্রচারণা, আচরণবিধি রক্ষার্থে কঠোর অবস্থানে প্রশাসন