নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সমর্থকদের উত্তেজনা
মেহেরপুর-১ আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের গহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জামায়াতের একদল নারী কর্মী গহরপুর গ্রামে আসন্ন নির্বাচনী গণসংযোগে বের হন। এ সময় একই গ্রামের বিএনপি কর্মী হিসেবে পরিচিত আলেহীম ও তার সহযোগীদের সঙ্গে জামায়াতের নারী কর্মীদের বাগবিতণ্ডার ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে দুই উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা হাতাহাতিতে রূপ নেয়।
জামায়াতের নেতকর্মীদের অভিযোগ, সংগঠনটির নারী কর্মীরা গহরপুর গ্রামে নির্বাচনী প্রচারণায় গেলে বিএনপির কর্মী-সমর্থকরা তাদের বাধা দেয়। এক পর্যায়ে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুনতবে এই অভিযোগ অস্বীকার করে স্থানীয় বিএনপি কর্মী মেহেরুল ইসলাম বলেন, আমরা নির্বাচনী ক্যাম্পে ছিলাম। এমন সময় দেখি জামায়াতের নারী কর্মীরা কোরআন শরীফ হাতে শপথ করিয়ে ভোট দিতে প্রলুব্ধ করছেন। পরে তা করতে নিষেধ করা হলে বাগবিতণ্ডা হয়েছে। হামলার অভিযোগ সম্পূর্ণ বানোয়াট।
মেহেরপুর সদর থানার ওসি হুমায়ূন কবির জানান, ভোটের প্রচারণার সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1769268198.jpg)
 copy_medium_1769268162.jpg)

