নওগাঁর মান্দায় মহাসড়কে যাত্রী হেনস্তার মূল অভিযুক্ত গ্রেফতার
মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার চৌদ্দমাইল এলাকায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী হেনস্তা ও চালককে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত আব্দুল হান্নানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নওগাঁ ও রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল হান্নান রাজশাহী জেলার মোহনপুর উপজেলার বড়াইল গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, অভিযুক্ত হান্নান ও তার সহযোগী সহ দীর্ঘদিন মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় অবস্থান করে সিএনজি চালিত অটোরিকশা থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।
ভুক্তভোগী যাত্রী আমানুল্লাহ আমান বলেন, তার স্ত্রীর প্রসব ব্যথা শুরু হলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য একটি সিএনজি চালিত অটোরিকশায় রওনা দেন। পথে চৌদ্দমাইল এলাকায় পৌঁছালে আব্দুল হান্নান ও তার সহযোগী সাইফুল ইসলাম অটোরিকশাটি আটকিয়ে যাত্রীদের সাথে অশোভন আচরণ করেন এবং চালককে মারধর করেন।
আরও পড়ুনঘটনাটি গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা ১০ মিনিটে ঘটে। এ সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ভাইরাল হওয়া ভিডিওতে মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় যাত্রীদের সাথে হেনস্তার দৃশ্য দেখা যায়, যা জনমনে তীব্র ক্ষোভের জন্ম দেয়।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম মাসুদ রানা বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আব্দুল হান্নানকে গ্রেফতার করে। এ ঘটনায় ভুক্তভোগী আমানুল্লাহ আমান বাদি হয়ে হান্নান ও তার সহযোগী সাইফুল ইসলামের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত হান্নানকে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিশেষ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন







