ভিডিও শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৩ জানুয়ারী, ২০২৬, ১১:২৭ রাত

দিনাজপুরের কাহারোলে দুই ডাক্তার দিয়ে চলছে উপজেলাবাসীর চিকিৎসাসেবা

দিনাজপুরের কাহারোলে দুই ডাক্তার দিয়ে চলছে উপজেলাবাসীর চিকিৎসাসেবা

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলা সদরের প্রাণকেন্দ্র সংলগ্ন অবস্থিত কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বর্তমানে রয়েছে ২ জন ডাক্তার। চিকিৎসকের অভাবে অনেকেই কাক্সিক্ষত সেবা না পেয়ে বাধ্য হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলা-শহরের বিভিন্ন ক্লিনিকে ছুটে যাচ্ছেন।

জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি মূলত ৩১ শয্যা ছিল প্রয়োজনীয় জনবল সংকটে খুড়িয়ে খুড়িয়ে চলছিল। এরমধ্যেই ২০২১ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নিত করা হয়। আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, এক্স-রে, গর্ভবতী নারীদের অস্ত্র-পাচারসহ যাবতীয় প্যাথলোজিকাল পরীক্ষা-নিরীক্ষা সুবিধা থাকলেও নেই জনবল। স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল কাঠামো অনুযায়ী ১৬ জন চিকিৎসক প্রয়োজন হলেও আছেন ২ জন। গুরুত্বপূর্ণ ৩টি বিভাগে সার্জারি, মেডিসিন ও গাইনিতে কোন বিশেষজ্ঞ নেই।

গত বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা যায়, বহিঃ বিভাগের সামনে চিকিৎসা নিতে ভিড় দেখা যায় অনেককেই। ২টি কক্ষে রোগী দেখে ব্যবস্থাপত্র দিচ্ছেন ২জন চিকিৎসক। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অ্যানেস্থেশিয়া ও গাইনী বিশেষজ্ঞ না থাকায় সিজার হচ্ছে না। তাছাড়া বিশেষজ্ঞ সার্জন না থাকায় ছোট-খাটো অপারেশন করাতে পারছে না কর্তৃপক্ষ।

আরও পড়ুন

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গড়ে দৈনিক জরুরি ও বহিঃ বিভাগে ৪শ’ থেকে ৪৫০ জনের অধিক রোগী সেবা নিতে আসে। প্রতিদিন রোগী ভর্তি হয়ে থাকেন ৩৫ থেকে ৪০ জনের মতো। পাশাপাশি দৈনিক ৩/৪ জন গর্ভবতী নারীদের নরমাল ডেলিভারি হয়ে থাকে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, ডাক্তার সংকটসহ বিভিন্ন সমস্যার কথা পত্রের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে বা সরাসরি জেলা ও বিভাগীয় মিটিংয়ের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেকবার অবগত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের কাহারোলে দুই ডাক্তার দিয়ে চলছে উপজেলাবাসীর চিকিৎসাসেবা

দেশে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা হচ্ছে না - জিএম কাদের

সিরাজগঞ্জে সাবেক অর্থ উপদেষ্টা হাফিজ উদ্দিন খানের দাফন সম্পন্ন

ছেলের মৃত্যু শোকে প্রাণ হারালেন মা, অসুস্থ বাবা হাসপাতালে

সিরাজগঞ্জ-১ আসনে একমঞ্চে প্রার্থীদের নির্বাচনি ইশতেহার ঘোষণা

বগুড়ার সোনাতলায় ডাব প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ