ভিডিও শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৩ জানুয়ারী, ২০২৬, ১০:৫২ রাত

পাবনার চাটমোহরে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ

পাবনার চাটমোহরে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার প্রথমদিনেই পাবনা-৩ আসনের চাটমোহরে স্বতন্ত্র প্রার্থী(বিএনপি’র বিদ্রোহী)কেএম আনোয়ারুল ইসলামের প্রচারণার কাজে ব্যবহৃত মাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রেলবাজার(অমৃতকুন্ডা)এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সাথে জড়ির থাকার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ এনে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী এবং চাটমোহর থানার ওসি গোলাম সরওয়ার হোসেনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থীর ভাই মোজাম্মেল হক।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচার প্রচারণার প্রথমদিনেই স্বতন্ত্র প্রার্থী ও দল থেকে বহিষ্কৃত বিএনপি নেতা কেএম আনোয়ারুল ইসলামের ঘোড়া প্রতীকের প্রচারণার জন্য রহিম নামের এক ব্যক্তি রেলবাজার এলাকায় পৌঁছালে ২০/ ২৫ জনের একটি দল আব্দুর রহিমকে মারধর করে এবং প্রচারণার কাজে ব্যবহৃত মাইক ভাঙচুর করে।

আরও পড়ুন

এব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)গোলাম সরওয়ার হোসেন বলেন, একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগপত্র প্রাপ্তি স্বীকার করে সহকারী রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরী জানান, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'আপনাদের গাছের অনেক পেয়ারা চু/রি করে খেয়েছি, ক্ষমা করে দিবেন'

পাবনার চাটমোহরে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ

দিনাজপুরের নবাবগঞ্জে সাবেক এমপির কবর জিয়ারত করলেন বিএনপি প্রার্থী ডা. জাহিদ

বগুড়ার শিবগঞ্জে আন্ত:জেলা চোর সদস্য লিটন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে জাতীয় পার্টির গণসংযোগ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার