বগুড়ায় আগুনে পুড়ল ৪টি প্রতিষ্ঠান
স্টাফ রিপোর্টার : বগুড়ায় আগুনে দুটি ওষুধের দোকান,একটি রেস্টুরেন্ট ও একটি কনফেকশনারী দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এই আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের হাসপাতালের দক্ষিণ অংশে সাফওয়ান নামে ওষুধের দোকানে প্রথমে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের সেবা ফার্মেসি, দি ক্রাউন রেস্টুরেন্ট ও পাপ্পু স্টোর নামে কনফেকশারীর দোকানে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই দোকানগুলোতে রাখা ওষুধ ও আসবাবপত্র ভস্মিভূত হয়।
খবর পেয়ে রাত ১২টা ১০ মিনিটের দিকে বগুড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। সিনিয়র স্টেশন অফিসার মো: শহিদুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় পৌনে একটার দিকে আগুন নিভিয়ে ফেলেন।
আরও পড়ুনক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদুতিক গোলযোগ থেকে এই আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন








