ভিডিও শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৫:২০ বিকাল

হেলিকপ্টারে করে মিরপুরে নামল হীরাখচিত ট্রফি

হেলিকপ্টারে করে মিরপুরে নামল হীরাখচিত ট্রফি

এবারের বিপিএল ট্রফি অন্য চেহারায়। দুবাইয়ে সুনিপুণ ডিজাইনে এবার বানানো হয়েছে ২৫ লাখ টাকার হীরাখচিত ট্রফি। মাঠে তার আগমনও ঘটল অন্যভাবে।

আজ (শুক্রবার) সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স ফাইনালে মুখোমুখি হবে। তার আগে ট্রফি নিয়ে ফটোসেশন করলেন দুই অধিনায়ক শেখ মেহেদী হাসান ও নাজমুল হোসেন শান্ত।

টুর্নামেন্টের আগে থেকেই আলোচনা চলছে ২৫ লাখ টাকা খরচ করে আনা বিপিএলের ট্রফি নিয়ে। ফাইনালের আগপর্যন্ত তা জনসম্মুখে না আনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। আজ ফাইনাল ম্যাচ শুরুর আগে বেলা সাড়ে ৪টায় হলো সেই ট্রফির উন্মোচন। লাল কাপড়ে ঢেকে ট্রফিটি হেলিকপ্টার থেকে নামিয়ে মাঠে রাখেন যুব দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী ও জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। তারপর মাঠে একটি ট্রফি কেসের উপরে রাখা হয় সেটি। দুই পাশে অধিনায়ক দাঁড়িয়ে ফটোসেশন করেন। তারপর রঙিন ফিতা উড়িয়ে বরণ করে নেওয়া হয় সেটি, যা ম্যাচ শেষে যে কোনো একটি দলের হাতে উঠবে। ট্রফি নিয়ে ফটোসেশনের পর তানজিন তিশা মঞ্চ মাতান।

আরও পড়ুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কেটেছিল চট্টগ্রাম রয়্যালস। একইদিন এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করা সিলেট টাইটান্সকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে রাজশাহী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেলিকপ্টারে করে মিরপুরে নামল হীরাখচিত ট্রফি

বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি : সালাহউদ্দিন

সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার দেখা যাচ্ছে : প্রেস সচিব

পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, বাবা-ছেলে গ্রেপ্তার

‘সবাই বলছে বগুড়ার মার্কা ধানের শীষ’