‘প্রেমের কোনো কারণ নেই’তে পার্থ নওবা
অভি মঈনুদ্দীন ঃ এই প্রজন্মের দর্শকপ্রিয় জুটিতে পরিণত হয়েছেন পার্থ শেখ ও নওবা তাহিয়া। তারা দুজন এর আগে বেশকিছু নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। নাটকগুলো দর্শকের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। সেই ধারাবাহিকতায় আবারো তারা দুজন একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘প্রেমের কোনো কারণ নেই’।
নাটকটির গল্প রুবেল আনুশের। চিত্রনাট্য ও সংলাপ আব্রাহাম তামিমের। নাটকটি নির্মাণ করেছেন রুবেল আনুশ। এরইমধ্যে নাটকটি এনটিভিতে প্রচারের পর এনটিভির ইউটিউব চ্যানেলেও নাটকটি দর্শক দেখতে পাচ্ছেন।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে পার্থ বলেন,‘ এর আগেও আমি আর নওবা একসঙ্গে একই পরিচালকের নির্দেশনায় অভিনয় করেছি। এই নাটকটির গল্প ভাবনাটা আমার কাছে ভালোলেগেছে। দর্শকের কাছে ভালোলাগলেই আমাদের কষ্ট স্বার্থক হবে।’
নওবা তাহিয়া বলেন,‘ পার্থ ভাইয়ের সঙ্গে এর আগে বেশকিছু নাটকে অভিনয় করে খুউব ভালো সাড়া পেয়েছি। প্রেমের কোনো কারণ নেই-এর জন্যও ভালো সাড়া পাচ্ছি। রুবেল আনুশ ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এতো সুন্দর গল্প নিয়ে নাটক নির্মাণের জন্য। আশা করছি নাটকটি দর্শকের মধ্যে আরো বেশি ভালোলাগার হয়ে উঠবে সময়ের ধারাবাহিকতায়।’
আরও পড়ুনএর আগে পার্থ নওবা রুবেল আনুশের ‘খুঁত’,‘ সাথী’, ‘প্রেম আমার’, ‘মনের মানুষ’সহ আরো অন্যান্য পরিচালকের মধ্যে সেলিম রেজার ‘শেষের তুমি’, রহিম সুমনের ‘প্রিয় ফুল তুমি’, ইমরাউল রাফাতের ‘মায়াডোর’সহ আরো বেশকিছু নাটকে অভিনয় করেছেন।
এদিকে কিছুদিন আগে পার্থ শেষ বিয়ে করেছেন।
মন্তব্য করুন

_medium_1769088045.jpg)
_medium_1769086523.jpg)


_medium_1769011452.jpg)
_medium_1768996916.jpg)


