ভিডিও বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৬, ০৩:৫৪ দুপুর

করাচিতে শপিংমলে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৫০

করাচিতে শপিংমলে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৫০, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের করাচিতে গুল প্লাজা আগুনের ধ্বংসস্তুপ থেকে দেশটির দমকলকর্মীরা আরো ২৫ জনের মরদেহ উদ্ধার করেছেন। এর ফলে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫০ জনে। 

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার (১৭ জানুয়ারি) গভীর রাতে বন্দরনগরী করাচির গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় এই আগুনের ঘটনাটি ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গুল প্লাজা শপিং কমপ্লেক্সে। তিনতলা ভবনটিতে ১ হাজার ২০০টি দোকান ছিল। আগুনের ফলে ভবনের কিছু অংশ ধসে পড়েছিল। 

বুধবার (২১ জানুয়ারি) করাচির ডেপুটি কমিশনার জাভেদ নবী খোসো সাংবাদিকদের বলেন, আমরা ২০ থেকে ২৫টি মরদেহ বা অবশিষ্টাংশ খুঁজে পেয়েছি। তিনি জানান, ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের জন্য অবশিষ্টাংশগুলো হাসপাতালে পাঠানো হয়েছে। শনাক্তকরণে সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, নিহতের সঠিক সংখ্যা জানানো বর্তমানে কঠিন। মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত এই সংখ্যা ছিল ২৯।

আরও পড়ুন

দমকলকর্মীরা মঙ্গলবার পর্যন্ত শপিংমলের ভেতরের ভয়াবহ আগুনের সঙ্গে লড়াই চালিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আসার ততক্ষণে গুল প্লাজা ছাই ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, মোট ৮৪ জন নিখোঁজের একটি তালিকা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিখোঁজদের বেশিরভাগই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে, যার ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। খবর : রয়টার্স।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করাচিতে শপিংমলে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৫০

সৌদি আরবে রোনালদোর গোলের আরেক রেকর্ড

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন, পুড়ল খাতাপত্র,সরকারি ওষুধ ও সরঞ্জাম

নির্বাচনী প্রচারে ভোটারের এনআইডি সংগ্রহ করা যাবে না : ইসি

একটি দল নির্বাচনের আগেই মানুষ ঠকাচ্ছে, মুসলমানদের শিরক করাচ্ছে

মোংলায় পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার