ভিডিও বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৬, ০৩:০৮ দুপুর

আমরা গ্রিনল্যান্ড নিয়ে চুক্তির একটি ফ্রেমওয়ার্ক তৈরি করছি : ট্রাম্প

আমরা গ্রিনল্যান্ড নিয়ে চুক্তির একটি ফ্রেমওয়ার্ক তৈরি করছি : ট্রাম্প, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিনল্যান্ড নিয়ে একটি ফ্রেমওয়ার্ক চুক্তির কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো’র মহাসচিব মার্ক রুটের সঙ্গে আলোচনার পর ট্রাম্প জানিয়েছেন, এই আলাপ থেকেই ফ্রেমওয়ার্ক চুক্তির বিষয়টি উঠে এসেছে। আলোচনাও ফলপ্রসূ হয়েছে।
গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন পরিকল্পনার বিরোধিতা করার জন্য ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের যে হুমকি ট্রাম্প দিয়েছিলেন, তা থেকেও তিনি সরে এসেছেন। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি গ্রিনল্যান্ড নিয়ে কোনো রকম শক্তি প্রয়োগ করবেন না। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘আমরা গ্রিনল্যান্ড নিয়ে, বস্তুতপক্ষে গোটা আর্কটিক বা উত্তর মেরু অঞ্চল নিয়ে ভবিষ্যৎ চুক্তির একটি ফ্রেমওয়ার্ক তৈরি করছি। আমরা যদি এই সমাধানে পৌঁছাতে পারি, তাহলে তা যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশের জন্য খুবই ভালো বিষয় হবে।’ ট্রাম্প বলেছেন, এই চুক্তি সবার জন্য ভালো হবে। বিশেষ করে নিরাপত্তা ও খনি সংক্রান্ত বিষয়ের সঙ্গে যারা জড়িত, তাদের ভালো হবে। 

দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প গ্রিনল্যান্ডের মালিকানা দাবি করেছিলেন। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ডেনমার্কের স্বশাসিত ভূখণ্ড গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে কোনো চুক্তি হচ্ছে না। ট্রাম্প অবশ্য সিএনএনকে বলেছেন, ‘আমাদের যা চাই, আমরা তা পাচ্ছি।’

আরও পড়ুন

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মার্ক রুটে জানিয়েছেন, চুক্তিতে মিনারেল রাইটস বা খনিসংক্রান্ত অধিকার দেওয়ার বিষয়টি থাকতে পারে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থেকে রক্ষার জন্য গোল্ডেন ডোম ডিফেন্স সিস্টেম নিয়ে ইউরোপীয় দেশগুলো ট্রাম্পের সঙ্গে একযোগে কাজ করতে পারে। গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থানের বিষয়টি ছাড়াও ট্রাম্প সেখানকার বিরল খনিজ নিয়েও আগে কথা বলেছিলেন। মোবাইল ফোন ও ইলেকট্রিক যানবাহনের জন্য এই খনিজ দরকার হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষ আটে লিভারপুল ও জয় ১০ জনের বায়ার্নের

আমরা গ্রিনল্যান্ড নিয়ে চুক্তির একটি ফ্রেমওয়ার্ক তৈরি করছি : ট্রাম্প

বিশ্বকাপ বয়কটের ডাক জার্মানির!

সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখলো বার্সা

তাসনিম জারার নির্বাচনি প্রচারণা শুরু