গ্রিনল্যান্ডের মালিকানা পেতে বলপ্রয়োগ করব না: ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত ভূখণ্ড গ্রিনল্যান্ডের মালিকানা পেতে তিনি বলপ্রয়োগ করবেন না। তবে তিনি মনে করেন অঞ্চলটির মালিকানা যুক্তরাষ্ট্রের হাতেই থাকা উচিত। এটি করতে তাই দ্রুত আলোচনায় বসার ওপর জোর দিচ্ছেন।
বুধবার সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় বক্তব্য দেন ট্রাম্প। তিনি বলেন, ‘অনেকে ভেবেছিল আমি বলপ্রয়োগ করব। কিন্তু আমি সেটি করব না। তবে যেখানে বলপ্রয়োগের দরকার হয় সেখানে তা না করলে অনেক কিছু পাওয়া যায় না।’
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন। এই বিশাল ভূখণ্ড ও বরফের স্তূপকে রক্ষা করতে একমাত্র যুক্তরাষ্ট্রই সক্ষম। এই কারণে তিনি গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে তাৎক্ষণিক আলোচনার চেষ্টা করছেন।
আরও পড়ুনডেনমার্কের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাদের দুটি বিষয় বেছে নেওয়ার সুযোগ আছে। তারা রাজি হলে যুক্তরাষ্ট্র কৃতজ্ঞ থাকবে। আর না বললে বিষয়টি মনে রাখা হবে। সবার বোঝা উচিত একটি শক্তিশালী ও নিরাপদ আমেরিকা মানেই একটি শক্তিশালী ন্যাটো।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







