ভিডিও বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৬, ০৩:৫২ দুপুর

সৌদি আরবে রোনালদোর গোলের আরেক রেকর্ড

সৌদি আরবে রোনালদোর গোলের আরেক রেকর্ড, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগে গতকাল রাতে দামাকের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আল নাসর। এই জয়ের পথে ম্যাচের ৫০ মিনিটে গোল করেন রোনালদো। এ গোলেই রেকর্ডটি গড়েন রোনালদো। ১১৬ গোল করতে রোনালদোর লেগেছে ১৩১ ম্যাচ। ম্যাচপ্রতি রোনালদোর গোল সংখ্যা ০.৮৯ করে। সব মিলিয়ে আল নাসরের হয়ে রোনালদো মাঠে ছিলেন ১১ হাজার ৪৮৭ মিনিট। অর্থাৎ প্রতি ৯৯ মিনিটে একটি করে গোল করেছেন। গোলের পাশাপাশি রোনালদো আল নাসরের হয়ে ২২টি গোলও বানিয়েছেন এবং ৬টি হ্যাটট্রিকও আছে।

এই জয়ের পথে আরেকটি রেকর্ড ভেঙেছেন রোনালদো। তিনিই এখন আল নাসরের ইতিহাসে সব প্রতিযোগিতা মিলিয়ে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা। সৌদি ক্লাবটির হয়ে রোনালদোর গোলসংখ্যা ১১৬। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন আব্দেরাজ্জাক হামদল্লাহ, যিনি ২০১৮-২০২১ সালের মধ্যে ক্লাবটির হয়ে ১১৫ গোল করেন। সব মিলিয়ে আল নাসরের সর্বোচ্চ গোলদাতা হতে অবশ্য লম্বা পথ পাড়ি দিতে হবে রোনালদোকে। এই তালিকায় বর্তমানে তৃতীয় রোনালদো। তার ওপরে থাকা দুজনই সৌদি আরবের।

ক্যারিয়ারে ১০০০ গোলকে পাখির চোখ করা রোনালদোর এটি ৯৬০তম গোল। অর্থাৎ জাদুকরি মাইলফলক থেকে মাত্র ৪০ গোল দূরে আছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। ২০২৫০-২৬ মৌসুমে সৌদি প্রো লিগে এখন পর্যন্ত রোনালদো করেছেন ১৬ গোল। চলতি মৌসুমে লিগে সর্বোচ্চ গোলদাতাও তিনি। রেকর্ড গড়া গোলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন রোনালদো। ম্যাচের একাধিক ছবি পোস্ট করে লিখেছেন, ‘চেষ্টা চালিয়ে যাও, বিশ্বাস রাখ, লড়াই চালিয়ে যাও।’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে রোনালদোর গোলের আরেক রেকর্ড

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন, পুড়ল খাতাপত্র,সরকারি ওষুধ ও সরঞ্জাম

নির্বাচনী প্রচারে ভোটারের এনআইডি সংগ্রহ করা যাবে না : ইসি

একটি দল নির্বাচনের আগেই মানুষ ঠকাচ্ছে, মুসলমানদের শিরক করাচ্ছে

মোংলায় পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

অবশেষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনুমোদন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস