ভিডিও বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৬, ১২:৩২ দুপুর

আজ ক্রিকেটারদের সঙ্গে বসছেন ক্রীড়া উপদেষ্টা

আজ ক্রিকেটারদের সঙ্গে বসছেন ক্রীড়া উপদেষ্টা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসি’র কাছ থেকে নেতিবাচক বার্তা পাওয়ার পর দেয়ালে পিঠ ঠেকে গেছে বিসিবি’র। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা বা না খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এবার ক্রিকেটারদের সঙ্গে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আজ বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার আইসিসি’র বোর্ড সভায় বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের প্রস্তাবটি ১৬ সদস্যের ভোটাভুটিতে তোলা হয়। সেখানে শোচনীয়ভাবে হেরেছে বিসিবি। নিজেদের ভোট বাদে মাত্র একটি দেশের সমর্থন পেয়েছে বাংলাদেশ। বাকি ১৪টি ভোটই গেছে বাংলাদেশের বিপক্ষে। আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো ‘বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি’ নেই। এমনকি বহু স্তরবিশিষ্ট রাষ্ট্রীয় নিরাপত্তা পরিকল্পনাও বিসিবি’র সঙ্গে শেয়ার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

নিরাপত্তা ইস্যুতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে সরকার ও বিসিবি এতদিন অনড় থাকলেও, এই বিষয়ে ক্রিকেটারদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা করা হয়নি। আইসিসি’র অনমনীয় মনোভাবের পর এখন পরিস্থিতি বদলেছে। আজকের বৈঠকে মূলত আইসিসি’র ভোটাভুটি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে লিটন-তাসকিনদের ধারণা দেওয়া হবে। একই সঙ্গে ভারত সফরে যাওয়া বা না যাওয়ার বিষয়ে ক্রিকেটারদের নিজস্ব মতামত বা ইচ্ছা-অনিচ্ছার কথা শুনবেন ক্রীড়া উপদেষ্টা।

আরও পড়ুন

আইসিসির আল্টিমেটাম অনুযায়ী, সিদ্ধান্ত জানানোর জন্য বিসিবির হাতে সময় আছে মাত্র একদিন। বৃহস্পতিবারের এই বৈঠকের পরই হয়তো নির্ধারিত হবে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ক্রিকেটারদের সঙ্গে বসছেন ক্রীড়া উপদেষ্টা

গাজায় ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিকসহ নিহত ১১

সিলেটের আলিয়া মাঠে বিএনপির নির্বাচনি সমাবেশ শুরু

দ্য প্ল্যান নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তারেক রহমান

মুজিব ও আফগানিস্তানের হ্যাটট্রিক

গাজায় ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ যোগ দিচ্ছে যেসব দেশ