ভিডিও বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৬, ১১:০৪ দুপুর

সিলেটে বিএনপির জনসভা

কানায় কানায় পূর্ণ আলিয়া মাদরাসা মাঠ

কানায় কানায় পূর্ণ আলিয়া মাদরাসা মাঠ,ছবি: সংগৃহীত।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচার শুরুর জন্য প্রস্তুত সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় এ মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচারণা শুরু করবেন বিএনপি নেতা।

সিলেটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরীর আলিয়া মাদরাসার জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়েছে। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই জনসভাস্থল ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাটে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। নেতা-কর্মীর বিভিন্ন রঙের ক্যাপ পরে আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থান করছেন। মঞ্চ প্রস্তুত হয়ে আছে। স্থাপন করা হয়েছে ডিজিটাল ব্যানার।

মঞ্চের চারপাশে বাঁশের ব্যারিকেড দিয়ে সংরক্ষিত এলাকায় নেতাদের জন্য আসনও রাখা হয়েছে। মাঠের চারপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। চৌহাট্টা, সড়ক, দাড়িয়াপাড়া সড়ক, দরগাঁ গেট সড়ক, মেডিকেল সড়ক, স্টেডিয়াম সড়ক, আম্বর খানা রোড়, জিন্দাবাজার সড়ক সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। আলিয়া মাদ্রাসা মাঠের পাশাপাশি এসব সড়কে লোকজন সমবেত হবে।

ভোর থেকেই সিলেট ও সুনামগঞ্জসহ আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আলিয়া মাদরাসা মাঠ লোকে লোকারণ্য হয়ে ওঠে। নেতা-কর্মীদের হাতে দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষের প্রতিকৃতি এবং তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন দেখা গেছে। পুরো এলাকায় এখন ‘ধানের শীষ’ আর ‘তারেক রহমান’ স্লোগান।

আরও পড়ুন

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় জনসভা শুরু হলেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বেলা ১১টা ৩০ মিনিটে মঞ্চে উঠবেন বলে আশা করা হচ্ছে। এই জনসভার মাধ্যমেই দেশজুড়ে বিএনপির নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে। এর আগে বুধবার সিলেট পৌঁছেই প্রথমে হযরত শাহজালাল (র.) এবং শেষে হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত ও নামাজ আদায় করেন তিনি।জানা গেছে, তারেক রহমান বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে ১৩০ জন অরাজনৈতিক তরুণদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেবেন। সেখান থেকে বেলা ১১টার দিকে সিলেট আলিয়া মাদরাসায় যাবেন তিনি। সেখানে নির্বাচনি জনসভা থেকে আনুষ্ঠানিক প্রচার শুরুর কথা রয়েছে তারেক রহমানের।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানায় কানায় পূর্ণ আলিয়া মাদরাসা মাঠ

সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

বগুড়ায় জুলাই-যোদ্ধা শহীদ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করলো জামায়াত

নির্বাচনী প্রচারণা শুরু, মানতে হবে যেসব নির্দেশনা 

সিলেট আলিয়া মাদরাসার মাঠে রাত থেকেই নেতাকর্মীদের ভিড়

ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান