ভিডিও বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৬, ১২:০৯ রাত

সিলেটকে হারিয়ে বিপিএলের ফাইনালে রাজশাহী

ছবি: সংগৃহীত, সিলেটকে হারিয়ে বিপিএলের ফাইনালে রাজশাহী

স্পোর্টস ডেস্ক : বিপিএলে সিলেট টাইটান্সকে হারিয়ে ফাইনালে উঠলো রাজশাহী ওয়ারিয়র্স। ১৬৫ রানের জবাবে খেলতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রানের বেশি করতে পারেনি সিলেট।

বুধবার রাতে মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করে রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ রান করেন কেন উইলিয়ামসন। তিনি ৩৮ বলে ২ ছক্কা ও ১ চারের মারে ৪৫ রানে অপরাজিত থাকেন। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৪ রান করে আউট হন জেমস নিশাম।

অবশ্য ওপেনিংয়ে এদিন শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম যেভাবে শুরু করেছিলেন, তাতে সংগ্রহটা আরও বড় হওয়ার কথা ছিল। আগ্রাসী ব্যাটিংয়ে ১৫ বলে ৪ ছক্কা ও ১ চারের মারে ৩২ রান করেছিলেন তামিম। ২১ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৬ রান করেছিলেন ফারহান।

সিলেটের হয়ে মাত্র ২৩ রান খরচায় ৩ উইকেট নেন সালমান ইরশাদ। এছাড়া ২০ রানের বিনিমিয়ে নাসুম আহমেদ ২ উইকেট, আর ২৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ।

আরও পড়ুন

রান তাড়ায় নেমে শুরুতেই হোঁচট খায় সিলেট। মাত্র ৭ রান তুলতেই ২ উইকেট হারিয়েছিল  দলটি। রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন জাকির হাসান ও আরিফুল ইসলাম। পরে স্যাম বিলিংসকে নিয়ে হাল ধরে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন পারভেজ ইমন। আগ্রাসী ব্যাটিংয়ে দলকে ফেরান লড়াইয়ে।

দুজনের ৬৯ রানের দুর্দান্ত জুটি ভাঙে রান আউটে। ৩৪ বলে ৪৮ রান করে বিদায় নেন ইমন। এরপর ক্রিজে নেমে বিলিংসকে সঙ্গ দিতে পারেননি মঈন আলী। ৫ বলে ৭ রান করে বোল্ড হন তিনি। পরের ওভারে বিলিংসও আউট হলে ফের চাপে পড়ে সিলেট। ২৮ বলে ৩৭ রান করে ফেরেন এ ইংলিশ ব্যাটার। এরপর সিলেটকে আশা জাগিয়েছিলেন আফিফ হোসেন। তবে ১২ বলে ২১ রানে তার বিদায়ে সিলেটের জয়ের আশা ভঙ্গ হয়।

পরে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, ক্রিস ওকস, খালেদ আহমেদ ও নাসুমরা অবশ্য কোনো চমক দেখাতে পারেননি। তাতে ১২ রানের হার দিয়ে বিদায় নিতে হয় সিলেটকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটকে হারিয়ে বিপিএলের ফাইনালে রাজশাহী

রংপুরের ৬টি আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

গাইবান্ধার ৫ টি আসনে ৪০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

বগুড়ার নন্দীগ্রামে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির দায়ে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে শিশুসহ দু’জনের ভাসমান মরদেহ উদ্ধার

রংপুরের কাউনিয়ায় শাশুড়ির ধর্ষণ মামলায় জামাতা কারাগারে