রংপুরের ৬টি আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
রংপুর জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৬টি সংসদীয় আসনে ৪৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৮ জন দলীয় প্রতীক পেয়েছেন। অন্য ৭ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে অন্যান্য প্রতীক পেয়েছেন। আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে এসব প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দ প্রদান করেন রংপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: এনামুল আহসান। রংপুর-১ (গঙ্গাচড়া-সিটির আংশিক) আসনে ৬জন ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে ৫ জন প্রার্থী দলীয় প্রতীক পেয়েছেন। রংপুর-৩ (সিটি-সদর) আসনে ৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। এর মধ্যে ৬ জন দলীয় প্রতীক পেয়েছেন।
অন্য দুই স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রাণী হরিণ প্রতীক ও বিএনপির স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান পেয়েছেন সূর্যমুখী ফুল। রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে। এর মধ্যে ৭ জন পেয়েছেন দলীয় প্রতীক। একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো: শাহ আলম বাশার হরিণ প্রতীক পেয়েছেন। রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ১০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে। এর মধ্যে ৯ জন পেয়েছেন দলীয় প্রতীক।
আরও পড়ুনএকজন স্বতন্ত্র প্রাথী খন্দকার মুকিত আল মাহমুদ পেয়েছেন ফুটবল প্রতীক। রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে। এর মধ্যে ৫ জন পেয়েছেন দলীয় প্রতীক। এই আসনে তিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে যথাক্রমে আবু জাফর মো: জাহিদ ঘোড়া, খন্দকার শাহীদুল ইসলাম ফুটবল ও তাকিয়া জাহান সূর্যমুখী ফুল প্রতীক পেয়েছেন।
রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মো: এনামুল আহসান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৬টি সংসদীয় আসনে ৪৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আশা করছি প্রতীক পাওয়ার পর প্রার্থীরা নিজ আসনে আচরণবিধি মেনে প্রচারণা চালাবেন।
মন্তব্য করুন







