চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী সার্ভেয়ার নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরে পেছন থেকে ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুস সাত্তার সোহেল (৪০) নামে এক সার্ভেয়ার নিহত হয়েছেন। তিনি শহরের রাজারামপুর ভাটোপাড়া মহল্লার তরিকুল ইসলামের ছেলে। তবে এ ঘটনায় মোটরসাইকেল চালক অক্ষত রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দারিয়াপুর গোরস্থান মোড় এলাকায় রাজশাহী মহাসড়কের পাশের সড়ক থেকে উঠে আসা বাঁশবাহী একটি রিকশাভ্যানকে সিগন্যাল পেয়ে স্থান দিতে গিয়ে মোটরসাইকেলের গতি কমিয়ে দেন চালক। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি ভটভটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে গুরুতর আহত হন মোটরসাইকেলের পেছনে বসা সোহেল।
আরও পড়ুনস্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ ভটভটি আটক করলেও এর চালক পালিয়ে যান। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় কার্যক্রমের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
মন্তব্য করুন









