ভিডিও বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৬, ১০:৪৫ রাত

নীলফামারীর জলঢাকায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে গার্মেন্টস কর্মী নিহত

নীলফামারীর জলঢাকায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে গার্মেন্টস কর্মী নিহত। প্রতীকী ছবি

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই নারী আহত হয়েছেন। আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল ৬টা ৪৫ মিনিটে জলঢাকা পৌরসভার রংপুর ডিমলা আঞ্চলিক মহাসড়কের চৌকিদারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম সুমিত্রা রানী ওরফে পাতা রাণী (২৬)। তিনি একজন ইপিজেড কর্মী। তার বাড়ি উপজেলার পশ্চিম কাঠালী ভোগমারী এলাকায়।

জলঢাকা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে আসা একটি ট্রাকের সাথে জলঢাকা কেশ কোম্পানি অভিমুখে যাওয়া একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা পাতা রাণী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত হন দিতি রানী(২৫) ও ভগবতী রায়(২৭)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ঘন কুয়াশার কারণে এবং দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত চলে যাওয়ায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ না করায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর জলঢাকায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে গার্মেন্টস কর্মী নিহত

৫২ দিন পর হিলি বন্দরে চাল আমদানি শুরু

বগুড়ায় তারেক রহমানের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ায় সাতটি আসনে ৩৪ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, প্রচার প্রচারনায় নেমেছে প্রার্থীরা

জাতীয় শিক্ষা সপ্তাহে বগুড়ার সৌমিকার গোল্ড মেডেল অর্জন

৮৪০ বোতল ইসকাফসহ আটক ২, প্রাইভেট কার জব্দ