ভিডিও বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৬, ১০:২১ রাত

বগুড়ায় সাতটি আসনে ৩৪ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, প্রচার প্রচারনায় নেমেছে প্রার্থীরা

বগুড়ায় সাতটি আসনে ৩৪ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, প্রচার প্রচারনায় নেমেছে প্রার্থীরা

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান। এর আগে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় রিটার্নিং অফিসার নির্বাচন আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন। পরে দুপুর পর্যন্ত প্রার্থী ও তাদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেওয়া হয়।
 
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানায়, বগুড়ার সাতটি আসনে মোট ৩৪ প্রার্থী চূড়ান্তভাবে প্রতীক পেয়েছেন। এর মধ্যে বিএনপি’র সাতজন, জামায়াতের সাতজন, ইসলামী আন্দোলনের সাতজন, জাতীয় পার্টির তিনজন,  সিপিবি‘র একজন, বাংলাদেশ কংগ্রেস‘র একজন, বাসদ‘র একজন, গণফোরামের একজন, নাগরিক ঐক্য‘র একজন, গণ অধিকার পরিষদের একজন, জেএসডি‘র একজন, বাংলাদেশের মুসলিম লীগের একজন প্রার্থী, এলডিপি‘র একজন এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
 
প্রতীক বরাদ্দের সময় বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক গ্রহণ করেন জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা। এছাড়া বগুড়া-২ আসনে নাগরিক ঐক্য’র সভাপতি মাহামুদুর রহমান মান্নার পক্ষে কেটলি প্রতীক সংগ্রহ করেন তার প্রতিনিধিরা।
 
নির্বাচন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, এ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে মোট ৩৯ প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তার প্রার্থিতা বাতিল হয়, তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন এবং একটি আসনে বিএনপি’র দুই প্রার্থী থাকায় চূড়ান্ত প্রার্থী নির্ধারণের পর প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
 
বগুড়ার ৭টি সংসদীয় আসনের মধ্যে বগুড়া-১ আসনে ইসলামী আন্দোলনের এবিএম মোস্তফা কামাল পাশা (হাতপাখা), বিএনপির কাজী রফিকুল ইসলাম (ধানের শীষ), বাংলাদেশ কংগ্রেস‘র মো. আসাদুল হক (ডাব), ঘণফোরামের মো. জুলফিকার আলী (উদীয়মান সূর্য) এবং জামায়াতে ইসলামীর মো. শাহাবুদ্দিন (দাঁড়িপাল্লা)।
 
বগুড়া-২ আসনে ইসলামী আন্দোলনের মো. জামাল উদ্দিন (হাতপাখা), বিএনপির মীর শাহে আলম (ধানের শীষ), নাগরিক ঐক্য এর মাহমুদুর রহমান মান্না (কেটলী), জামায়াতে ইসলামীর আবুল আজাদ মোহাম্মাদ শাহাদুজ্জামান (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু (সিড়ি), গণ অধিকার পরিষদের সেলিম সরকার (ট্রাক) এবং জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ (লাঙ্গল)
 
বগুড়া-৩ আসনে ইসলামী আন্দোলনের মো.শাহজাহান আলী তালুকদার (হাতপাখা), বিএনপির মো. আব্দুল মহিত তালুকদার (ধানের শীষ), জামায়াতে ইসলামীর নূর মোহাম্মাদ (দাঁড়িপাল্লা), এবং জাতীয় পার্টির মো. শাহিনুল ইসলাম (লাঙ্গল)
 
বগুড়া-৪ আসনে ইসলামী আন্দোলনের মুহাম্মদ, ইদ্রিস আলী (হাতপাখা), বিএনপির মোশারফ হোসেন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. মোস্তফা ফয়সাল শাহাদুজ্জামান (দাঁড়িপাল্লা) এবং জাতীয় পার্টির শাহিন মোস্তফা কামাল (লাঙ্গল)
 
বগুড়া-৫ আসনে ইসলামী আন্দোলনের মীর মো. মাহমুদুর রহমান (হাতপাখা), বিএনপির গোলাম, মোহাম্মদ সিরাজ (ধানের শীষ),  এলডিপির খান কুদরত ই সাকলায়েন (ছাতা),  জামায়াতে ইসলামীর মো. দবিবুর রহমান (দাঁড়িপাল্লা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপন কুমার রবিদাস (কাস্তে)
 
বগুড়া-৬ আসনে ইসলামী আন্দোলনের আবু নোমান মো. মামুনূর রশিদ (হাতপাখা), বিএনপির তারেক রহমান (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান (দাঁড়িপাল্লা) জেএসডি‘র আব্দুল্লাহ আল ওয়াকি (তারা)এবং  বাসদ এর প্রার্থী দিলরুবা (মই)।
 
বগুড়া-৭ আসনে ইসলামী আন্দোলনের মো. শফিকুল ইসলাম (হাতপাখা), বিএনপির মোরশেদ মিলটন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. গোলাম রব্বানী (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ মুসলিম লীগ এর প্রার্থী মো. আনছার আলী (হারিকেন)। উল্লেখ্য, বগুড়ার ১২টি উপজেলা নিয়ে গঠিত সাতটি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় সাতটি আসনে ৩৪ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, প্রচার প্রচারনায় নেমেছে প্রার্থীরা

জাতীয় শিক্ষা সপ্তাহে বগুড়ার সৌমিকার গোল্ড মেডেল অর্জন

৮৪০ বোতল ইসকাফসহ আটক ২, প্রাইভেট কার জব্দ

উত্তরায় ইলিয়াস জাভেদের দাফন সম্পন্ন

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বগুড়ায় শিবিরের বিক্ষোভ

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে নৌকাসহ ৩ জেলে আটক