যশোরে আমির হামজার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা
কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে যশোর আদালতে মানহানি মামলা হয়েছে।
আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য শহরের খড়কী এলাকার বাসিন্দা মেহেদী হাসান জিল্লু বাদী হয়ে এ মামলা করেন।
বাদীপক্ষের আইনজীবী এম এ গফুর বলেছেন, মামলাটি আমলে নিয়ে যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে আমির হামজা অশালীন ও সম্মানহানিকর বক্তব্য দিয়েছেন। একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বক্তব্য শুধু কোকোর ব্যক্তিগত মর্যাদাকেই ক্ষুণ্ন করেনি, এতে পুরো জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ন হয়েছে।
আরও পড়ুনবাদী রমেহেদী হাসানের দাবি, ওই বক্তব্য অত্যন্ত নিন্দনীয় ও আপত্তিকর। ১৭ জানুয়ারি বিএনপির যশোর শহরের লালদীঘী পাড়ের অফিসে অবস্থানকালে অনলাইনে ওই বক্তব্যের ভিডিও দেখতে পান তিনি। বক্তব্যটি শুনে তিনি মর্মাহত ও হতবাক হয়েছেন।
তিনি বলেন, এ ধরনের কটূক্তি ও অসম্মানজনক বক্তব্য জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী মানুষের আবেগ ও মর্যাদাকে আঘাত করেছে। এ পরিপ্রেক্ষিতে বাধ্য হয়ে আইনি প্রতিকার চেয়ে আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন।
বাদীর আইনজীবী এম এ গফুর বলেন, একটি স্বাধীনতাবিরোধী চক্র জিয়া পরিবারের নামে কটূক্তি করছে এবং মানহানিকর বক্তব্য দিয়েছে। দ্রুত তাকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1769008478.jpg)

