ভিডিও বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৬, ১০:১২ রাত

৮৪০ বোতল ইসকাফসহ আটক ২, প্রাইভেট কার জব্দ

৮৪০ বোতল ইসকাফসহ আটক ২, প্রাইভেট কার জব্দ

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দামুড়হুদা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ৮৪০ বোতল নেশাজাতীয় ফেনসিডিলের বিকল্প সিরাপ ইসকাফ উদ্ধার করেছে। এ ঘটনায় দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালিত হয় আজ বুধবার (২১ জানুয়ারি) ভোরে দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর এলাকায়। গ্রেফতারকৃতরা হলেন, রাজবাড়ী জেলার লক্ষীকোল গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে মো. সাইদুল সর্দার (৩৯) ও একই গ্রামের বাসিন্দা কেয়াম উদ্দিন মল্লিকের ছেলে মো. শহিদুল ইসলাম (৩৫)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে নাটুদাহ-জগন্নাথপুর সড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে পুলিশের গাড়িতে আঘাত দিয়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে পুলিশের সঙ্গীয় ফোর্সসহ টিম ওই গাড়িটি আটক করতে সক্ষম হয়।

কারটি তল্লাশি করে ৮৪০ বোতল ইসকাফ সিরাপ উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, উদ্ধারকৃত ইসকাফ সিরাপটি ফেনসিডিলের বিকল্প হিসেবে মাদক ব্যবসায়ীরা বাজারজাত করছে।

আরও পড়ুন

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জামাল আল নাসের জানান, ফেনসিডিল ও ইসকাফের জেনেটিক নাম একই হওয়ায় মাদক ব্যবসায়ীরা ইসকাফকে বিকল্প হিসেবে ব্যবহার করছে। এটি ভারতের বিভিন্ন কোম্পানির মাধ্যমে ভিন্ন নামে সরবরাহ করা হচ্ছে। বিষয়টির পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকার সম্ভাবনা রয়েছে এবং এ নিয়ে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় শিক্ষা সপ্তাহে বগুড়ার সৌমিকার গোল্ড মেডেল অর্জন

৮৪০ বোতল ইসকাফসহ আটক ২, প্রাইভেট কার জব্দ

উত্তরায় ইলিয়াস জাভেদের দাফন সম্পন্ন

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বগুড়ায় শিবিরের বিক্ষোভ

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে নৌকাসহ ৩ জেলে আটক

যশোরে আমির হামজার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা