বগুড়ার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: দৈনিক করতোয়ায় সংবাদ প্রকাশের পর শিবগঞ্জ উপজেলায় অবৈধ মাটি কাটার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।
গতকাল মঙ্গলবার উপজেলার কিচক ইউনিয়নের চিলইল ও আটমুল ইউনিয়নের পুটখুর এলাকায় অবৈধ মাটি কাটার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, বালুমহাল ও ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে মাটি কাটার দায়ে ১লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
আরও পড়ুনঅবৈধ মাটি কাটা ও বালু উত্তোলন রোধে এ ধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। উল্লেখ্য গত ১৫ জানুয়ারি দৈনিক করতোয়ায় এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছিল।
মন্তব্য করুন



_medium_1769008478.jpg)



