ভিডিও বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৬, ১১:০৬ রাত

বগুড়া কারাগারের ৭৮ জন বন্দি এবার ভোট দিবেন

বগুড়া কারাগারের ৭৮ জন বন্দি এবার ভোট দিবেন

স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার বগুড়া কারাগারের ৭৮ জন বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিবেন। বগুড়া জেল সুপার ফারুক আহমেদ আজ বুধবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য বগুড়া জেলা কারাগার থেকে ৭৮ জন বন্দি রেজিস্ট্রেশন করেছেন।

জেল সুপার বলেন, বগুড়া কারাগারের বন্দিদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা হয়। ভোট প্রয়োগের জন্য কারাগারের সেন্ট্রাল মাইকে ঘোষণা দেওয়া ছাড়াও প্রতিটি ওয়ার্ডে গিয়ে উৎসাহ দেওয়া হয়। এতে যারা আগ্রহ প্রকাশ করেন তাদের নামের তালিকা তৈরির পর রেজিস্ট্রেশন করা হয়েছে।

জেল সুপার বলেন, মোট ৮৭ জন বন্দি রেজিস্ট্রেশন করতে আগ্রহী হন। তবে ৭ জনের জাতীয় পরিচয়পত্রে ত্রুটি থাকায় তাদের রেজিস্ট্রেশন করা সম্ভব হয়নি। পরবর্তীতে ৮০ জনের রেজিস্ট্রেশন করা হলেও এর মধ্যে আবার একজন জামিন পান এবং এক বন্দিকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন

তিনি বলেন, বগুড়া জেলা কারাগার থেকে এখন ৭ জন নারী বন্দিসহ ৭৮ জন বন্দি এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবেন। তিনি আরো জানান, পোস্টাল ব্যালটের মাধ্যমে কারাবন্দী, কর্মকর্তা, কর্মচারীদের ভোট কাস্টিং করা হবে। পরবর্তীতে ডাকযোগে নির্বাচন কমিশনে পাঠানো হবে বলে তিনি উল্লেখ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া কারাগারের ৭৮ জন বন্দি এবার ভোট দিবেন

জাতীয় পার্টি ফ্যাসিবাদী কায়দায় ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে : আখতার হোসেন

ঢাকা ১৭ আসনে তারেক রহমানের পক্ষে প্রতীক সংগ্রহ

নওগাঁয় ৬টি আসনে ৩২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

বগুড়ায় রেলওয়ের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ, প্রশাসনের উচ্ছেদ অভিযান

জনতা ভেবে আরেক প্রার্থীকে সংবাদ সম্মেলনে ডেকে নিলেন মহিউদ্দিন রনি