ভিডিও মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ২০ জানুয়ারী, ২০২৬, ১১:৫২ রাত

রাজশাহীতে ব্যতিক্রমধর্মী ‘রোদ পোহানো উৎসব’

রাজশাহীতে ব্যতিক্রমধর্মী ‘রোদ পোহানো উৎসব’

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে শীতকালীন ও ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয়েছে ‘রোদ পোহানো উৎসব’। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবকে কেন্দ্র করে কলেজ মাঠে সৃষ্টি হয় অন্যরকম দৃশ্য। শীতের রোদে আনন্দ আর পিঠার গন্ধে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শিক্ষার্থীদের অংশগ্রহণে সাজানো হয় বিভিন্ন পিঠার স্টল, যেখানে শীতের ঐতিহ্যবাহী নানা রকম পিঠা পরিবেশন করা হয়। অন্যদিকে, শিক্ষার্থী ও অনুষ্ঠানে আগতদের কলেজ মাঠ প্রাঙ্গণে সারি সারি চেয়ারে বসে রোদ পোহাতে দেখা যায়।

উৎসবের উদ্দেশ্য সম্পর্কে আয়োজক প্রফেসর ড. সাইদুর রহমান বলেন, আমাদের প্রতিটি ঋতুকে ঘিরে নানা আয়োজন দেখা যায়- বৈশাখ, চৈত্র সংক্রান্তি কিংবা বর্ষা উৎসব। কিন্তু শীত মৌসুমে পিঠা উৎসব ছাড়া তেমন কোনো আয়োজন চোখে পড়ে না। সেই চিন্তা থেকেই শিক্ষার্থীদের নিয়ে ‘রোদ পোহানো উৎসব’ আয়োজন করা হয়েছে। শীতের রোদ, প্রকৃতি আর আনন্দ এই তিনটিকে একসাথে উপভোগ করাই ছিল মূল লক্ষ্য। এ নিয়ে শিক্ষার্থীরাও সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন

কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অংশগ্রহণকারী শিক্ষার্থী মাইনুল ইসলাম তোহা বলেন, স্যারের এমন উদ্যোগ সত্যিই ব্যতিক্রম। আমরা সকাল থেকেই পিঠার স্টল সাজিয়ে বসেছি। খোলা মাঠে শীতের আমেজের সাথে রোদ পোহাতে বেশ ভালোই লাগছে।

শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকদের আশা, এ ধরণের ব্যতিক্রমী উদ্যোগ ভবিষ্যতেও শিক্ষাঙ্গণে শীতকালীন সংস্কৃতি ও ঐতিহ্যচর্চায় নতুন মাত্রা যোগ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনার দাম এক লাফে বাড়লো ৫২৪৯ টাকা, ভাঙলো অতীতের সব রেকর্ড

রাজশাহীতে ব্যতিক্রমধর্মী ‘রোদ পোহানো উৎসব’

দিনাজপুর-১ আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৭৪৩ জন

সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা

নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেল মা-মেয়ের

মিরপুরে নির্বাচনি প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষ