ভিডিও মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ২০ জানুয়ারী, ২০২৬, ১০:০৩ রাত

গণভোটে হ্যাঁ বিজয়ী হলে দেশ পরিচালনার চাবিকাঠি থাকবে জনগণের হাতে : বগুড়ায় উঠান বৈঠকে উপদেষ্টা ফারুক ই আজম 

গণভোটে হ্যাঁ বিজয়ী হলে দেশ পরিচালনার চাবিকাঠি থাকবে জনগণের হাতে : বগুড়ায় উঠান বৈঠকে উপদেষ্টা ফারুক ই আজম 

স্টাফ রিপোর্টার: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় এবং দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে যে, গণভোট অনুষ্ঠিত হবে এতে হ্যাঁ বিজয়ী হলে দেশ পরিচালনার চাবি কাঠি থাকবে জনগণের হাতে। বিচার ব্যবস্থা সর্ম্পূণ স্বাধীন হবে, আলাদা সচিবালয় হবে।

বিভাগীয় পর্যায়ে হাইকোটের বেঞ্চ হবে, উপজেলা পর্যায়ে আদালত হবে। দেশে দুইটি পার্লামেন্ট হবে। পার্লামেন্ট ১শ সদস্যের উচ্চকক্ষ থাকবে। আর সবকিছুর চাবিকাঠি থাকবে আপনাদের হাতে। তিনি বলেন, সংবিধানে গণভোট ও তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিলো। গত সরকার তা বিলুপ্ত করেছে। এটি প্রতিষ্ঠা করতে চাইলে এবার হ্যাঁ ভোট দিতে হবে।

তিনি আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বগুড়া সদরের ফাঁপোড় পশ্চিম পাড়ায় উঠান বৈঠকে এসব কথা বলেন। বগুড়া জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় আয়োজিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মো. শাহাদত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ, সিনিয়র তথ্য অফিসার মুহা. মাহফুজার রহমান, সহকারী কমিশনার(ভূমি) পলাশ চন্দ্র সরকার, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. সোহেল মিয়া, ফাঁপোড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু রায়হান প্রমুখ। উঠান বৈঠকে উপদেষ্টা ফারুক ই আজম আরও বলেন, স্বৈরাশাসনের অবসান হয়েছে, হত্যা, গুম করে বৈষম্য‘র সমাজ গঠন করেছিলো তারা।

৮৩৬জনকে হত্যা করে এবং শত শত ছাত্র জনতাকে আহত হয়েছে জুলাই আন্দোলনে। তিনি বলেন দেশে যেন আর কোন স্বৈরাচারের জন্ম না হতে পারে সে জন্য কাজ করে যেতে হবে। ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ গঠন করা হয়েছে। তিনি বলেন হ্যাঁ ভোটের ব্যালটে দেওয়া প্রশ্নে উপর মতামত দিবেন আপনারা। বিগত সরকার হ্যাঁ-না ভোট বাতিল করেছে। সেইসাথে তত্বাবধায়ক ব্যবস্থাও বাতিল করেছে। তিনি বলেন রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামত দেওয়ার অধিকার জনগণের রয়েছে। অন্তর্বর্তী সরকারকে এটি বাস্তবায়ন করতে হবে এমন নয় হ্যাঁ জয়যুক্ত হলে সয়ংক্রিয়ভাবে বাস্তবায়ন হবে।

আরও পড়ুন

দেশ পরিচালনার চাবিকাঠি এখন জনগনের হাতে। তিনি বলেন, হ্যাঁ ভোট দিলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। ১০ বছরের বেশি কোন ব্যাক্তি প্রধানমন্ত্রী থাকবে পারবে না। সংসদের স্পীকার সরকারি দলের হলে বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পীকার। পিএসসি, দুদকসহ বিশিষ বিশেষ প্রতিষ্ঠান হবে ঐক্যমতের ভিত্তিতে। নাগরিকদের অধিকার সুরক্ষিত হবে। তিনি বলেন, ৬২টি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে। হ্যাঁ বিজয়ী হলে তা চূড়ান্তভাবে গৃহিত হবে।

জনগণের মতের বিরুদ্ধে যাতে সরকার না যেতে পারে তা নিশ্চিত হবে। তিনি বলেন রাষ্ট্রপতি ইচ্ছে করলেই কোন আসামিকে মাফ করে দিতে পারবেনা। কাউকে ক্ষমা করলে তার পরিবারের অনুমতি লাগবে। উপদেষ্টা বলেন, শিক্ষা, স্বাস্থ্য, আইন সংস্কার প্রয়োজন এগুলো নিশ্চিত করেতে হবে। বৈষম্যহীন সমাজ গঠনে ১৯৭১ এ বিদেশী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে।

২৪ এ দেশি অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে। তিনি উপস্থিত নারী-পুরুষ শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, যারা প্রথম ভোট দিবেন তারা সৌভাগ্যবান তারা রাষ্ট্র পরিচালনায় নিজেকে সম্পৃক্ত করতে পারছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটে হ্যাঁ বিজয়ী হলে দেশ পরিচালনার চাবিকাঠি থাকবে জনগণের হাতে : বগুড়ায় উঠান বৈঠকে উপদেষ্টা ফারুক ই আজম 

প্রতীক বরাদ্দ বুধবার, বৃহস্পতিবার থেকে শুরু প্রচারণা

বগুড়ায় জামায়াত আমিরের জনসভা সফল করতে ১০ দলীয় জোটের সভা

হাসপাতালে চিকিৎসা শেষে হাজতখানায় ইভ্যালির রাসেল

বগুড়ার সোনাতলায় আমন মৌসুমে এক ছটাক ধানও কিনতে পারেনি খাদ্য বিভাগ

প্রাণী এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়তে চাই : সাদিক কায়েম