ভিডিও মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ২০ জানুয়ারী, ২০২৬, ০৯:২৪ রাত

নিখোঁজের আট ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার

নিখোঁজের আট ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর সুগন্ধা নদীর পাড় থেকে নিলুফা ইয়াসমিন (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর ছয়টার দিকে ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর তীরবর্তী এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত নিলুফা ইয়াসমিন শুকুর মিয়ার স্ত্রী ও ইলিয়াসের মা।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার রাতে পৌরসভার খেয়াঘাট নতুন চর এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এরপর স্বজনরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।

আরও পড়ুন

স্বজনদের অভিযোগ, মরদেহ উদ্ধারের সময় নিলুফা ইয়াসমিনের নাক ও কান থেকে স্বর্ণালংকার পাওয়া যায়নি। তাদের দাবি, পানিতে পড়ে মৃত্যু হলে এত অল্প সময়ের মধ্যে মরদেহ ভেসে ওঠা স্বাভাবিক নয়। বিষয়টি তারা রহস্যজনক বলে মনে করছেন।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) বেলায়েত হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্তাধীন, আইনগত প্রক্রিয়াও চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশকে মারধরের মামলায় গ্রেফতার

নিখোঁজের আট ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার

বগুড়া-৫ আসনে হাতপাখা প্রতীকে লড়বেন প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু

পাগলিটারে উদ্ধার কইরা ভাত খাইতে দিসি, কয় ভাত খাইবো না বিরিয়ানি খাইবো: জোভান

জামায়াত-এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্ক বার্তা

বগুড়ার শেরপুরে জনতার কণ্ঠে, জনতার ইশতেহার অনুষ্ঠানে শিক্ষা ও উন্নয়ন পুনরুদ্ধারে একতাবদ্ধ হওয়ার ডাক