বগুড়ায় জামায়াত আমিরের জনসভা সফল করতে ১০ দলীয় জোটের সভা
আগামী শনিবার বগুড়ায় জামায়াত আমিরে ডা. শফিকুর রহমানের নির্বাচনি জনসভা সফল করতে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বগুড়া শহর জামায়াত কার্যালয়ে ১০ দলীয় ঐক্যজোট বগুড়া জেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে এবং শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, এনসিপি’র জেলা সভাপতি ইঞ্জিনিয়ার এমএসএম মাহমুদ, এলডিপি’র জেলা সভাপতি এড. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আনিছার রহমান, মিজানুর রহমান হিরা, হাফেজ নাজমুল হাসান, মাওলানা শাহাদৎ হোসেন, মাওলানা উইসুফ হাবিবী, মাহফুজুল হক, গোলাম রহমান রয়েল, এসএ জাহিদ সরকার, আবু হানজালা, মাওলানা আব্দুল বাসেত, মাওলানা আলমগীর হুসাইন, অধ্যাপক রফিকুল আলম, এড. আল আমিন, মাওলানা আব্দুল হামিদ বেগ প্রমুখ।
আরও পড়ুনআগামী ২৪ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে জামায়াত আমির ডা. শফিকুর রহমান নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।
মন্তব্য করুন








