স্কাউট আন্দোলন বেগবান করতে দক্ষ প্রশিক্ষক হতে হবে কোর্স লিডার তৌহিদ উদ্দিন আহমেদ
মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস এর সাবেক যুগ্ন নির্বাহী পরিচালক স্কাউটার ও স্কিল কোর্স লিডার তৌহিদ উদ্দিন আহম্মেদ এলটি বলেছেন, স্কাউটসরা দেশের ভবিষ্যৎ। শৈশব থেকেই স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে শৃংখলা, নৈতিকতা, নেতৃত্বগুণ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ নিয়ে গড়ে তুলতে হবে।
স্কাউট আন্দোলনকে বেগবান করতে নিজেকে দক্ষ প্রশিক্ষক হতে হবে। তাঁর ছোঁয়ায় দক্ষ স্কাউটার বের হবে। আজ ১৭ জানুয়ারী শনিবার রাত ৮ টায় গাজীপুর বাহাদুরপুর রোভার স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ স্কাউটস প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ৪দিন ব্যাপী ১৫৩ তম স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্সের তাঁবু জলসার ক্যাম্প ফায়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় তিনি আরো বলেন, স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি একটি আদর্শ জীবন ব্যবস্থা। বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা, সংস্কৃতি ও স্কাউটিংয়ের মতো ইতিবাচক কার্যক্রমে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে বাংলাদেশ স্কাউটসের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
আরও পড়ুনএসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের স্কাউটার ও প্রশিক্ষক মনীন্দ্র কুমার বিশ্বাস এলটি, স্কাউটার ও প্রশিক্ষক মোঃ শহীদুল ইসলাম মোল্লা এলটি, ফরিদপুর জেলা স্কাউটস এর স্কাউটার ও কোর্স কাউন্সিলর শাহীদুর রহমান বাবু এলটি, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের স্কাউটার মোহাম্মদ কায়েস এলটি, কমল কান্তি গোপ এএলটি, চট্রগ্রাম স্কাউটস এর ইউনিট লিডার উডব্যাজার সিএলটি সম্পন্নকারী কোর্স প্রশিক্ষক স্কাউটার ইমরান হাসান রাসেল, বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের উডব্যাজার স্কাউটার মোখলেছুর রহমান, চাপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস এর স্কাউটার মোহাঃ আব্দুল হাই ফারুকী এএলটি প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও গতকাল ১৬ জানুয়ারী শুক্রবার বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালক, বাংলাদেশ স্কাউটস জাতীয় কোষাধ্যক্ষ ও রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর ডঃ খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল ও বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক মোঃ শামসুল হক স্কিল কোর্সের বিভিন্ন দিক পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং প্রশিক্ষণার্থীর সাথে মতবিনিময় করেন। তাঁবু জলসায় প্রশিক্ষক ছাড়াও স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্সের প্রশিক্ষণার্থীগণ অংশগ্রহন করেন।
মন্তব্য করুন








