ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ১১:০০ রাত

প্রত্যন্ত গ্রামাঞ্চলসহ চরাঞ্চলে নেই প্রচারণা

হ্যাঁ-না ভোট কী- জানে না কুড়িগ্রামের অধিকাংশ ভোটার

হ্যাঁ-না ভোট কী- জানে না কুড়িগ্রামের অধিকাংশ ভোটার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : আগামী ১২ ফেব্রুয়ারি একইদিনে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ‘গণভোট’ এ বছরই প্রথম হওয়ায় সরকারের তরফ থেকে বিশেষ প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু কুড়িগ্রামে এ সংক্রান্ত কার্যক্রম চলছে ঢিলে-ঢালা ভাবে। প্রত্যন্ত গ্রামাঞ্চলসহ  চরাঞ্চলগুলোতে এ কার্যক্রম একেবারে নেই বললেই চলে।

তফসিল ঘোষণার পর মাস পেরুলেও অধিকাংশ ভোটারের ‘গণভোট’ নিয়ে কার্যত কোন ধারণা নেই। এক্ষেত্রে পর্যাপ্ত প্রচার-প্রচারণা না থাকার অভিযোগ সাধারণ মানুষের। তবে গণভোটের প্রচার-প্রচারণা চলমান আছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জানা যায়, তত্ত্বাবধায়ক সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠান, দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা, ৩০টি ঐকমত্যভিত্তিক সংস্কার প্রস্তাব এবং অন্যান্য সাংবিধানিক সংশোধনী- এই চারটি প্রশ্নের সমন্বয়ে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোটের সমীকরণই হচ্ছে গণভোট। গণভোটে উত্থাপিত প্রশ্নগুলোর পরিষ্কার ধারণা দিতে না পারলে জটিলতার সৃষ্টি হবে বলে মনে করছেন সচেতনমহল।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কুড়িগ্রামের ৪টি আসনে মোট ভোটার ১৭ লাখ ৮২ হাজার ৩২ জন। কুড়িগ্রাম-১ আসনে ভোটার ৫ লাখ ২৯ হাজার ১৬৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৬৫ হাজার ৯১০, নারী ২ লাখ ৬৩ হাজার ২৫৩ ও হিজড়া ভোটার ৩জন।  কুড়িগ্রাম-২ আসনে ভোটার ৫ লাখ ৬৭ হাজার ২০২ জন।  এরমধ্যে পুরুষ ২ লাখ ৮০ হাজার ৭৩৬, নারী ২ লাখ ৮৬ হাজার ৪৬৩ ও হিজড়া ভোটার ৩ জন।

কুড়িগ্রাম-৩ অসনে ভোটার ৩ লাখ ৪৭ হাজার ২৬১ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৫৭০, নারী ১ লাখ ৭৪ হাজার ৬৯১ জন। কুড়িগ্রাম-৪ আসনে ভোটার ৩ লাখ ৩৮ হাজার ৪০৬ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৬৮ হাজার ৭০৮, নারী ১ লাখ ৬৯ হাজার ৬৮৯ এবং  হিজড়া ভোটার ৯ জন।

আরও পড়ুন

আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে কুড়িগ্রামের ধরলা ও তিস্তা পাড়ের কালুয়ার চর, চর গতিয়াসাম, চর খিঁতাবখাঁয় গিয়ে ভোটারদের সাথে কথা বললে তারা জানান, গণভোটে হ্যাঁ এবং না ভোটের বিষয়ে তারা কিছু জানেন না। রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক গ্রামের বুলু মিয়া বলেন, আমরা কেন্দ্রে গিয়ে ব্যালট পেপারে ভোট দিয়ে অভ্যস্ত।

কিন্তু গণভোট কি সেটা তো জানি না। এ সম্পর্কে প্রচার-প্রচারণাও চোখে পড়েনি। একই ইউনিয়নের পাঠক গ্রামের জরিনা বেগম বলেন, শুনেছি এ বছর দুইটা ভোট দিতে হবে। একটা সংসদ নির্বাচনের ভোট, আরেকটা গণভোট। কিন্তু গণভোটটা কেন দেব সেটাই বুঝি না। রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের প্রভাষক আপেল মাহমুদ বলেন, গণভোটে যে চারটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে সে সম্পর্কে সাধারণ ভোটারদের স্বচ্ছ ধারণা নেই। বিষয়গুলো সাধারণ মানুষকে বোঝাতে হবে। এ জন্য অধিকতর প্রচার-প্রচারণা দরকার।

এ বিষয়ে আজ শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, আমি যেখানে যাচ্ছি গণভোটের বিষয়ে অবগত করছি। এ বিষয়ে জেলা তথ্য অফিস থেকে সাংবাদিকদের নিয়ে প্রেস মিটিং করেছি। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসকসহ উপজেলা নির্বাহী অফিসাররা কাজ করছে। চরগুলোতে সেভাবে যেতে পারিনি উল্লেখ করে তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে আরও ব্যাপকভাবে গণভোটের প্রচারণা চালানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাঁ-না ভোট কী- জানে না কুড়িগ্রামের অধিকাংশ ভোটার

দিনাজপুরের ফুলবাড়ী-২৯ বিজিবি ব্যাটালিয়নের বিপুল অবৈধ মালামাল উদ্ধার, আটক ৩৬

শেখ হাসিনা স্বৈরাচারী কাঠামো ব্যবহার করে দানবে পরিণত হয়েছেন : রংপুরে বদিউল আলম মজুমদার

আপিল শুনানিতে মনোনয়ন ফিরে পেলেন রংপুর-১ আসনের জাপা প্রার্থী মঞ্জুম আলী

আগামী দিনে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতার জন্য ঐক্যের খুব প্রয়োজন : করতোয়া সম্পাদক মোজাম্মেল হক

মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ নিহত ২