খুলনায় গাছ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খুলনা নগরীর পূর্ব বানিয়াখামারের কাস্টম গলি থেকে মরিয়ম নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মরিয়ম নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে কাস্টম গলির বাসিন্দা সুমনের বাড়ির পাশে গাছের ডালে ঝুলে থাকা এক নারীকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে থানা থেকে পিবিআইকে খবর দেয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা আরও জানান, বাড়ির মালিক সুমনের ছোট ভাই বরাতের কাছে প্রায় ওই নারী আসতেন এবং পরে চলে যেতেন।
আরও পড়ুননিহত নারীর মা পারুল বেগম জানান, তার মেয়ের একটি কন্যাসন্তান রয়েছে। বুধবার বিকেলে বাড়ি থেকে নিরালা মোড়ে যাওয়ার কথা বলে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেননি। রাতে বিভিন্নস্থানে তাকে খোঁজ নেয়া হয়েছে। আজ দুপুরে তার মৃত্যুর সংবাদ জানতে পারি।
এ ব্যাপারে কেএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে পিবিআই ও সিআইডিকে তলব করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1768469636.jpg)





