পটুয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
পটুয়াখালীর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. জামশেদ হোসেন (৪৬) কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-৪ নবীনগর ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
জামশেদ হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর গ্রামের বাসিন্দা নুরুল হক এর ছেলে। তিনি আদালতের পরোয়ানাভুক্ত একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
আরও পড়ুনর্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








