নিজ বাড়িতে মিলল গৃহবধূর গলা কাটা লাশ
মফস্বল ডেস্ক : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় শহিদা বেগম (২৬) নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গণিরচর গ্রামে নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শহিদা বেগম ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী।
নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজিজুল ইসলাম পেশায় চা দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এসময় বাড়িতে শহিদা বেগম ও তাদের আড়াই বছরের একটি শিশু ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহিদা বেগমের বাসায় গোঙ্গানির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। পরে তারা বাড়িতে গিয়ে গলা কাটা অবস্থায় শহিদা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন।
আরও পড়ুনকচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ মামলা করেনি। আজ বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে। আর আসামি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








