ভিডিও বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৬, ১২:১৪ দুপুর

৮ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ায় তাপমাত্রা, কমেনি শীতের প্রকোপ 

৮ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ায় তাপমাত্রা, কমেনি শীতের প্রকোপ, ছবি: দৈনিক করতোয়া।

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : গত কয়েকদিন ধরে তেঁতুলিয়ায় ৬ থেকে ৮ ডিগ্রির ঘরে তাপমাত্রা উঠানামা করছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে সূর্যের মুখ দেখা গেলেও আকাশে কুয়াশার কারণে রোদের প্রখরতা ছিল খুব কম।  কুয়াশার কারণে মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলোকে। এদিকে কুয়াশার প্রভাব কিছুটা কমলেও উত্তরের হিমেল বাতাস আর কনকে শীতে অসহায় ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে।  

কৃষ্ণকান্তজোত গ্রামের মহিলা পাথর শ্রমিক আমিনা বলেন, ‘কনকনে শীতে হাত-পা হ্যাম হয়ে আসছে। এলাকায় কোন কাজও নাই। পাথরের কাজে বুড়াবুড়ী যাচ্ছি।’

বাংলাবান্ধা এলাকার আব্দুর রহমান বলেন, ‘মহানন্দার পানি বরফের চেয়েও ঠান্ডা। নদীতে পাথরও পাওয়া যায় না। সরিষার তেল মেখে কোনভাবে পানিতে পা নামিয়ে পাথর কুয়ারির চেষ্টা করছি। এখানে যা আয় হয় তা দিয়ে কোনমতে সংসার চালিয়ে নিচ্ছি। কিন্তু বাজারে জিনিসপত্রের দাম হাতের নাগালের বাহিরে ফলে স্বল্প আয় দিয়ে চলা কিছুটা কষ্ট হচ্ছে।’ 

আরও পড়ুন

তেঁতুলিয়া ১ম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের পর্যবেক্ষক রোকনুজ্জামান বলেন, আজ বুধবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা স্বাভাবিক আছে থাকলেও হিমেল বাতাস আর ঘনকুয়াশায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিন এই শৈত্যপ্রবাহ বিরাজমান থাকতে পারে।  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ায় তাপমাত্রা, কমেনি শীতের প্রকোপ 

নির্বাচনে অপতথ্য ঠেকাতে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

একটু শান্তিতে বাঁচার আহবান জানিয়েছেন তাহসান খান 

শরীয়তপুরের বোমা বিস্ফোরণ ঘটনায় নিহত বেড়ে ৩

রাশেদ খাঁনের অভিযোগ -“ আমাকে পিঠের চামড়া তুলে দেওয়ার হুমকি দেয়া হয়েছে।”

মারা গেছেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা