ভিডিও বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৬, ১২:৪৯ রাত

সীমান্ত পাড়ি দেওয়ার সময় হত্যা মামলার তিন আসামি আটক

ছবি: সংগৃহীত, সীমান্ত পাড়ি দেওয়ার সময় হত্যা মামলার তিন আসামি আটক

কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামে তুচ্ছ ঘটনার জেরে গৃহবধূ ফাহিমা আক্তার আঁখিকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত তিন আসামিকে সীমান্ত পার হওয়ার সময় আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের খাদলা বিওপি এলাকায় তাদের আটক করা হয়। আটকরা হলেন সাইদুর রহমান (২৪), শাফিউল জান্নাত ওরফে সিয়াম (১৯) ও শাহারিয়ার নাজিম জয় (১৯)। পরে রাতেই তাদের বুড়িচং থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, ১১ জানুয়ারি বিকেলে শিশুদের ব্যবহৃত একটি প্যাম্পার্স ফেলা নিয়ে ফাহিমার সঙ্গে তার চাচাতো ভাই সিয়ামের কথা-কাটাকাটি হয়। এর কিছু সময় পর সাইদ, সিয়ামসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে ফাহিমাকে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তাকে বাঁচাতে গেলে তার চাচা, চাচাতো ভাই ও ভগ্নিপতিকেও কুপিয়ে আহত করা হয়। হাসপাতালে নেওয়ার পর ফাহিমা মারা যান।

আরও পড়ুন

এ ঘটনায় সিয়ামকে প্রধান আসামি করে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে মঙ্গলবার রাতে সীমান্ত পিলার ২০৪৯/৭-এস সংলগ্ন এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টা করার সময় বিজিবি সদস্যরা তিনজনকে আটক করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত পাড়ি দেওয়ার সময় হত্যা মামলার তিন আসামি আটক

পোস্টাল ভোট ব্যবস্থাপনায় প্রশিক্ষণ ১৭ জানুয়ারি

গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে নিউরোসায়েন্সেস হাসপাতালে আনা হয়েছে

তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন সানজিদা তুলি

ইরানের নাগরিকদের বিক্ষোভ চালিয়ে যাওয়া উচিত, সাহায্য আসছে: ট্রাম্প

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা কতটা?