ভিডিও বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৬, ১২:২২ রাত

ইরানের নাগরিকদের বিক্ষোভ চালিয়ে যাওয়া উচিত, সাহায্য আসছে: ট্রাম্প

ছবি: সংগৃহীত, ইরানের নাগরিকদের বিক্ষোভ চালিয়ে যাওয়া উচিত, সাহায্য আসছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নাগরিকদের চলমান বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ইরান সরকারের দপ্তর ও প্রতিষ্ঠান দখলের কথাও বলেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, “দেশপ্রেমি ইরানিরা, বিক্ষোভ চালিয়ে যান—আপনাদের দপ্তরগুলো দখল করে নিন।” তিনি আরও বলেন, “হত্যাকারী ও নিপীড়নকারীদের নাম মনে রাখুন, তাদের চরম মূল্য দিতে হবে।”

ট্রাম্প জানান, বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তিনি ইরান সরকারের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের আলোচনা বাতিল করেছেন এবং বলেন, “সাহায্য আসছে।” পোস্টের শেষে তিনি MIGA (Make Iran Great Again) লিখে সই করেন।

তবে কী ধরনের সাহায্য দেওয়া হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি। বিশ্লেষকদের মতে, এটি ইরানের বর্তমান সরকারের পতনের প্রতি ট্রাম্পের সরাসরি সমর্থনের ইঙ্গিত।

আরও পড়ুন

এর আগের দিন ট্রাম্প প্রশাসন জানায়, তেহরানের জন্য কূটনীতির পথ এখনো পুরোপুরি বন্ধ হয়নি এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে ইরান ভিন্ন সুরে আলোচনা চালাচ্ছে। একই দিনে ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণাও দেন ট্রাম্প।

১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর এই প্রথম টানা কয়েকদিনের ব্যাপক গণ-আন্দোলন ইরানের বর্তমান নেতৃত্বকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। যদিও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করছে, মানবাধিকার সংস্থাগুলো বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো এবং চারদিনের ইন্টারনেট ব্ল্যাকআউটের মাধ্যমে সত্য আড়াল করার অভিযোগ তুলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের নাগরিকদের বিক্ষোভ চালিয়ে যাওয়া উচিত, সাহায্য আসছে: ট্রাম্প

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা কতটা?

সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্রিজের স্লাবে ফাটল জীবনের ঝুঁকি নিয়ে চলাচল 

নওগাঁর পোরশায় এক নারীসহ সাত আসামি আটক

বগুড়ায় বাসযাত্রীর কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় স্কুটি আরোহী নিহত