একটু শান্তিতে বাঁচার আহবান জানিয়েছেন তাহসান খান
করতোয়া বিনোদন: অবিরাম আলোচনা, সংবাদ আর ফোনকলে ক্লান্ত জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান অসহায়ত্ব প্রকাশ করে শান্তির জানিয়েছেন আবেদন। পুরোনো সেই বিচ্ছেদের প্রসঙ্গ টেনে আবারও আলোচনায় তিনি।
শনিবার বিকেলে এক আলাপে তাহসান খান গণমাধ্যমকে বলেন, ‘প্রচুর সংবাদ হচ্ছে, প্রচুর ফোন কল আসছে। আমি একটু শান্তি চাই, আমাকে একটু বাঁচতে সাহায্য করুন।’ তার এই বক্তব্যেই স্পষ্ট—ব্যক্তিগত জীবনের অধ্যায় পেছনে ফেলতে চাইলেও বারবার সেটিই সামনে চলে আসছে।
এর আগে তাহসান নিজেই জানিয়েছিলেন, রোজা আহমেদের সঙ্গে তিনি আর একসঙ্গে থাকছেন না এবং বিষয়টি নতুন কিছু নয়। গত জুলাইয়ের শেষভাগ থেকেই দুজন আলাদা থাকছেন বলে জানান তিনি। যদিও সে সময়ই বিচ্ছেদের খবর প্রকাশ পায়, তবু সাম্প্রতিক সময়ে ফের আলোচনা শুরু হওয়ায় মানসিক চাপে পড়েছেন এই সংগীতশিল্পী।
তাহসান জানান, বিষয়টি নিয়ে নানা গুজব ও প্রশ্নে তিনি বিব্রত। দ্বিতীয় বিয়েও কেন টেকেনি—এ ধরনের কৌতূহল থেকেই তাকে বারবার ফোন করা হচ্ছে। এসব থেকে দূরে থেকে তিনি আপাতত নিজের কাজ ও ব্যক্তিগত সময়কে গুরুত্ব দিতে চান।
আরও পড়ুন২০২৫ সালের ৪ জানুয়ারি রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে তিনি ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।
এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে তাহসানের বিয়ে হয়। সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে, যদিও তারও প্রায় দুই বছর আগে থেকে তারা আলাদা থাকছিলেন। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান রয়েছে—আইরা তাহরিম খান।
এখন ব্যক্তিগত অধ্যায় পেছনে রেখে সামনে এগোতে চান তাহসান। তার ভাষায়, আলোচনার বাইরে থেকে একটু শান্তিতে বাঁচার সুযোগটাই এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন।
মন্তব্য করুন



_medium_1768318795.jpg)
_medium_1768317304.jpg)




