‘মরার প্রস্তুতি নিয়ে ভোটকেন্দ্রে যাবেন’- প্রিজাইডিং কর্মকর্তাদের বললেন ডিসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রিজাইডিং কর্মকর্তাদের কড়া বার্তা দিয়েছেন মাদারীপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এবারের নির্বাচনে দায়িত্ব পালনে যেকোনো পরিস্থিতি মোকাবিলার মানসিক প্রস্তুতি থাকতে হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, “যারা ভয় পান, তারা আগেই জানাবেন। প্রয়োজনে তাদের বদলে অন্যদের দায়িত্ব দেওয়া হবে। কোনোভাবেই আগের মতো নির্বাচন হতে দেওয়া হবে না।”
তিনি আরও জানান, ভোটকেন্দ্রে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মনে হলে সঙ্গে সঙ্গে জানাতে হবে, জেলা প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই আমাদের কমিটমেন্ট,”—যোগ করেন তিনি।
আরও পড়ুনসদর উপজেলার সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও ওয়াদিয়া শাবাব। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. এহতেশামুল হক, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফিন, র্যাব-৮ ও আনসার ব্যাটালিয়নের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








_medium_1768316371.jpg)