কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রলির ধাক্কায় আতাব আলী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার-শালজোর ঘাটপাড় সড়কে এই দুর্ঘটনা ঘটে। তিনি শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের মৃত ইনতাজ আলীর ছেলে। আতাব আলী পেশায় ঘোড়ারগাড়ি চালক ছিলেন।
এলাকাবাসী জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় আসাদ মোড় থেকে বাজার করে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুনশিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন

_medium_1768146352.jpg)







