জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিমকে ‘ভারতীয় দালাল’ হিসেবে আখ্যা দিয়ে করা ওই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় তুলেছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা।
বিতর্কের সূত্রপাত হয় যখন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বিসিবির সিদ্ধান্তের চেয়ে ক্রিকেটকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তামিম। এর প্রতিক্রিয়ায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ফেসবুকে তামিমকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
বিষয়টি জানাজানি হতেই জাতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রতিবাদ শুরু করেন।
আজ রংপুর রাইডার্সের অধিনায়ক ও জাতীয় দলের কিপার-ব্যাটার নুরুল হাসান সোহান নিজের ভেরিফায়েড পেজে লিখেছেন, ‘আমাদের প্রত্যেকের দায়িত্বশীল জায়গা থেকে উচিত যেকোনো ইস্যুতে মন্তব্য করার ক্ষেত্রে শব্দচয়নে আরও সতর্ক হওয়া। প্রাপ্ত সম্মান সবারই প্রয়োজন, সেটা হোক মুস্তাফিজ কিংবা তামিম ইকবাল ভাই কিংবা যেকোনো মানুষের ক্ষেত্রেই। ঠিক একইভাবে দেশের সম্মান সবার আগে।
আরও পড়ুন
এর আগে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তও এই ঘটনার কড়া সমালোচনা করেছেন। বিসিবিকে ক্রিকেটারদের অভিভাবক হিসেবে উল্লেখ করে শান্ত জানান, অভিভাবকের কাছ থেকে এমন আক্রমণাত্মক ও অসম্মানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি স্পষ্ট ভাষায় এই মন্তব্যকে প্রত্যাখ্যান করেন।