প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে এটি অশনিসংকেত : এনসিপির সদস্য সচিব আখতার
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, প্রশাসনের একটা পক্ষ অলরেডি একটা দলের পক্ষে ঝুকে পড়েছে। এটা বাংলাদেশের জন্য অশনিসংকেত। বাংলাদেশকে সঠিকভাবে গড়তে হয় তাহলে প্রত্যেকটা দলকেই এই পক্ষপাতিত্বের বিরুদ্ধে কথা বলতে হবে।
সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড ইনসিওর করে বাংলাদেশের গণতান্ত্রিক যে যাত্রা সেটাকে সমুন্নত করার জন্য একত্রে কাজ করতে হবে। গতকাল সোমবার রাতে রংপুরের কাউনিয়া উপজেলার তকিপল বাজারে গণসংযোগকালে স্থানীয় সাংবাদিকদের এ কথা বলেন আখতার হোসেন।
এনসিপির সদস্যসচিব বলেন, আমরা খেয়াল করছি নির্বাচনের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রশাসন কিছু কিছু জায়গায় তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন। দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের দিকেই তাকান আর মিডিয়ার দিকেই তাকান অথবা প্রশাসনের দিকেই তাকান তারা একটা দিকে ঝুকে যাওয়ার এক ধরনের প্রবণতা আমরা তাদের মধ্যে খেয়াল করছি।
আরও পড়ুনপ্রশাসনের একটা পক্ষ অলরেডি একটা দলের পক্ষে ঝুকে পড়েছে। আমরা মনে করি এটা বাংলাদেশের জন্য অশনিসংকেত। বাংলাদেশ রাষ্ট্রটাকে যদি সঠিকভাবে গড়তে হয় তাহলে প্রত্যেকটা দলকেই এই পক্ষপাতিত্বের বিরুদ্ধে কথা বলতে হবে।
আখতার হোসেন আরও বলেন, যে প্রশাসন আজকে কোন একটা দলের পক্ষপাতিত্ব করছে, সেই প্রশাসনই কিছুকাল আগেই সেই দলকে দমন নিপীড়ন করার জন্য তারা সর্বগ্রাসী ভূমিকা রেখেছে। এসময় উপস্থিত ছিলেন, এনসিপি জেলা শাখার যুগ্ম আহবায়ক আবু রেজা, সদস্য আবু হেজনা মোস্তফা কামাল, কাউনিয়ার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, সংগঠক আবু রায়হান ও রাজু আহমেদ প্রমুখ।
মন্তব্য করুন






